
আমি যে আশেপাশের আর সবার মতো না সেটা বুঝতে বেশি সময় লাগেনি আমার। সময় লেগেছে নিজেকে এই ভাবে মেনে নিতে। হা অনেক সময় লেগেছে,নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে, ২৩ বছর পর আমি নিজেকে এইভাবে গ্রহণ করেছি।অনেক সময় নিজেকে পাগল ও ভেবেছিলাম। এখন আমার কাছে বিষয়টা সাভাবিক। সাহস করে একদিন পরিবারের সবাইকে আমার এই বিষয়টা খুলে বলি।কষ্ট হলেও তারা আমাকে দূরে ঠেলে দেয়নি, আমার পাশে আছে তারা। নিজেকে জয় করার পর যখন সামাজিক স্বীকৃতির কথা ভাবলাম।তখন দেখলাম ভিন্ন এক রূপ। কিছু কিছু নোংরা মানসিকতার মানুষ সমকামীতার নামে নোংরা আবেদন,পোস্ট আর কমেন্ট করে যা রুচিশীল মানুষকে পরিচয় গোপনে বাদ্ধ করে। নিজেকে প্রকাশ করতে এখন লজ্জা বোধ হয়। বাকি জীবনটাও হয়তোবা এইভাবেই কাটিয়ে দিতে হবে। অন্তত এইভাবে সমাজের কাছে পরিচিত হতে চাই না।
Source: BAH ( Bangladesh Against Homophobia)