
আমি একজন মেয়ে, ভালো লাগার বয়স যখন শুরু হয়েছিলো তখন থেকে মেয়েদের প্রতি আকর্ষণ কাজ করতো, কোন ছেলে কে ভালো লাগতো না। ভাবলাম এটা বুঝি আমার অসুস্থতা। যখন বুঝতে পারলাম আমি ভেতর থেকে কোন সত্তায় মানুষ অনেক দেরী হয়ে গেলো।
বিয়ে সংসার বাচ্চা সবই হয়েছে , বিবাহিত জীবনে শূণ্যতা অনুভব করতাম, স্বামীর সাথে থাকা টা নিজের ইচ্ছের বিরুদ্ধেই ছিলো শুরু থেকে। মনে হতো আমি কোন রোগ বয়ে বেড়াচ্ছি, মেয়েদের ভালো কেনো লাগবে? পরে জানতে পারলাম এটা কোন রোগ নয়। একটা সময় ফেসবুকের মাধ্যমে ই জানলাম আমি আসলে অন্য সত্তার অধিকারী, খুঁজতে শুরু করলাম এমন একজন মানুষ যে আমার পুরোটা জীবনের পথচলা জেনে আমাকে আগলে রাখবে, আসলো জীবনে কেউ, পথচলা সুন্দর হলো, সুখের স্বর্গ মনে হলো পৃথিবী টাকে।
কিন্তু বিধি বাম, হাজার স্যাক্রিফাইজ করেও নানান চড়াই উতরাই পার করেও একা হোলাম দীর্ঘ কয়েক বছর পর। ধোকা ছিলো তার সব ভালোবাসার প্রতিজ্ঞা গুলো। কষ্ট কাটিয়ে উঠতেও ৪ বছর সময় লেগেছে, এরপর কেউ নতুন এলো, আমার দিক থেকে প্রাণপণ চেষ্টা ছিলো তাকে আগলে রাখার কিন্তু দুর্ভাগ্য নিয়েই এসেছি পৃথিবীতে, কেউ আপন হবার নয়। সেও অজুহাত আর অপবাদ দিয়েই চলে গেলো কিছুদিন আগে।
এখন আর আশা নেই কেউ থাকবে জীবনে আমাকে আগলে রাখবে, আমার হয়ে থাকবে আমার সবটা জেনেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা নিজেদের খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য কারো কাছে আশ্রয় নাও প্লিজ স্বপ্ন দেখিও না, ভেঙ্গে দিও না কারো মন মিথ্যা আশ্বাস দিয়ে। ভালোবাসার অভিনয় করো না। কারো কষ্টের কান্নার জল হয়ে উঠো না মন ভেঙ্গে দিয়ে। এমনিতেই আমরা সমাজে অবহেলিত তোমরা আমাদের বেঁচে থাকা বিষাদময় করো না তোমাদের অভিনয় দিয়ে। প্লিজ প্লিজ প্লিজ।
Source: BAH( Bangladesh Against Homophobia)