
আমাদের পরিচয় হয় এক কাউন্সেলিং গ্রুপে। আমি সেখানে পরামর্শ দিতাম।আমার এক কমেন্টের সূত্র ধরে সে আমাকে টেক্সট করে।সাম্নাসাম্নি কথা বলতে চায়।আমি রাজিও হই। পরদিন আমাদের কথা হয়, সে তার সেকসুয়ালিটি,তার আগের রিলেশন, কামিং আউটের কথা বলে।আমি কাউন্সেলিং করলেও কখনোই নিজ কম্যুনিটির কাউকে পাইনি।তাকে দেখে আমিও স্বীকার করি যে আমি গে।কথায় কথায় সে তার এক এক্সের কথা বললে আমার মনে হয় যেন আমি তাকে চিনি।তার (এক্স)প্রসঙ্গে কথা উঠলে বলি তার পার্সোনালিটি দেখে প্রেমে পরা স্বাভাবিক,তার সাথে আমার দেখা হয় কয়েকবার তাও বলি।আমার এক্সের কথাও বলি।কাউন্সেলিং করলেও নিজের মনের কথা শোনানোর মত কেউ ছিলনা তাই আমিও মন উজার করে সব বলি।এভাবে সেদিনের মত কথা শেষ হয়। সন্ধ্যায় বাসায় পৌঁছে দেখি তার বিশাল বড় টেক্সট, সে সেদিন ই টেক্সট দিয়ে ভালবাসার প্রস্তাব দেয়।তার উত্তরে আমি না বলি।একদিনের দেখায় তো প্রেম হয়না তাইনা?এটাই তাকে বুঝাই।তখন সে বলে সে সুন্দর না দেখেই আমি অনাগ্রহী। বলে রাখা ভালো সে যখন আস্ক করে আমি কেমন পুরুষ চাই তখন আমি বলি যে লম্বা,বিয়ার্ড হলে ভালো।আমি আমার সঙ্গীর মধ্যে তাই চাই যা আমার মধ্যে আছে,যাতে সাম্যতা থাকে।আমি বলা যায় লম্বা আর বিয়ার্ড মেইন্টেন করি তাই পার্টনার ও অমন হলে ভালো।সে ভাবে তার এক্সের কথা বলছি আমি।তার ধারণা তার এক্সকে আমি ভালোবাসি।যেখানে আমি শুরু থেকেই বলেছি যে এটা শুধুই ভালোলাগা,ক্রাশ বাদে কিছুই না।সে এটা মানতেই চাইত না।নিজের লুক্স নিয়ে অনেক ইন্সিকিউর ছিল।তারপর ফোনে বোঝাই যে বন্ধুত্বে আগ্রহী আমি,রাজি থাকলে দেখা কর্তে পারে।নাহলে এখানেই অন্ত।সে না করে দেয় যে সে রিলেশন চায়।আমি আর কিছু বলিনা।কথা অফ থাকে।তারপর সে নিজেই নক দিয়ে দেখা করতে বলে আর বলে বন্ধু হ্তে রাজি।এভাবেই চলছিল সব।আমি তাকে কাউন্সেলিং করছিলাম।একদিন সে আবার প্রেমের কথা তুলে, বারবার ওই এক্সের কথা বলে ব্ল্যাকমেল করে।তখন আমি বলি-
“শুনো, আমি জানি তোমার অনেক ইন্সিকিউরিটি।আমারও আছে।।তার মানে এই না যে কেউ তোমার প্রতি এফোর্ট দিলে তুমি তা এপ্রিশিয়েট করবেনা।এত জলদি কোনো কিছুর প্রত্যাশা করা ঠিক না।তুমি এটাও জানো তাও মানতে চাওনা।আমি আছি তোমার পাশে কিন্তু তুমি যদি বারবার আমার অতীতের কথা টানো তখন কিন্তু আমারও কষ্ট লাগে।তুমি ইন্টেনশনালি করো না কিন্তু হয়ে যায়।ভবিষ্যৎ তো কেউ জানেনা।এখন যেটা আছে তা উপভোগ করো।সময়ই বলবে সম্পর্ক কতদূর এগোবে।”
তারপর সব ঠিক ই যাচ্ছিল।এমন সময় সে একজন এর কথা বলে সেও এই কম্যিউনিটির, আমার ফ্রেন্ড।আমার সন্দেহ হলেও স্কিপ করে।তারপর একদিন সে এই টেক্সট দেয়-
I won’t tell you that I’m madly in love with you.
I’m madly in need of LOVE actually.
To be in a relationship specifically.
And your face and voice attracted me.
You didn’t find me attractive enough to be in love.
That’s completely okay.
Our philosophies of life are different also.
I tried to go on with friendship but couldn’t.
The way I was feeling for you is way above that.
Trying to be in a friendship will just exacerbate my mental and physical health.
So I’m sorry.
I don’t think I’ll be able to keep in touch anymore.
আমি তাকে বলি আমার সময় লাগবে,শোনেনি সে।
আমার পাস্ট এক্সপিরিয়িন্সের জন্য রিলেশানে আগ্রহী ছিলাম।না।আর এত জলদি ফিলিংস গ্রো করেনা।তাও তার সাথে থেকে একটু একটু ফিলিংস হচ্ছিল তখন এই কথা শুনি।তাও সে ভালো থাকলে আমিও ভালো।
একদিন আমার ওই ফ্রেন্ডের সাথে তাকে দেখি।প্রায় ই তাদের দেখতাম একসাথে।খারাপ লেগেছিল তার যদি অন্য কাউকে ভালো লাগত বলতে পারত আমাকে মনে করতাম না কিছু।এভাবে কষ্ট না দিলেও পারত।এত জলদি মানুষের মন চেঞ্জ হয় জানতাম না।
এরপর আর কথা হয়নি।সেদিন ভুলে তার কাছে আমার মেসেজ চলে যায়।সে নিজেই কথা বলে তার রিলেশন এর কথা বলে।আমার খারাপ লাগছিল কেন জানিনা।
বলতে পারেন শুরুতে হ্যা বললেই এত ঝামেলা হত না।কিন্তু প্রথম দর্শন প্রেমে আমি বিশ্বাসী না।আর যখন ভালবাস্তে চেয়েছি সে তখন দূরে সরে গেল।
এটাই হয় আমার সাথে যখন আমাকে কেউ ভালোবাসার কথা বলে আমি ভয় পাই। না করে দিই।দূরে ঠেলে দিই।আর দূরে গেলে শূন্যতা অনুভব করি।আমার সময় দরকার কিন্তু সময় দিতে চায়না কেউ।ইন্সট্যান্ট প্রেম লাগে সবার।অথচ আমি কথা বলতে চাই শুনতে চাই।জানতে চাই।তারপর ভালোবাসতে চাই।
আর এসব কারণে আমার প্রেম হয়না।দিন শেষে আমি অন্যের দুঃখ শুনে যাই।অথচ আমাকে দেখার কেউ নেই….
Source: BAH( Bangladesh Against Homophobia)