ইচ্ছে হয়

ভালোবাসা, সেটা কি অত বিচার বিশ্লেষণ করে হয়? যৌবনের প্রতিটা মুহূর্ত কাটিয়েছি যুক্তির ওপরে আমার হৃদয়ের চাওয়াকে ঠাঁই দিয়ে। আচ্ছা, বলতো তবে ভালোবাসার মত অমন সরস গল্পে যুক্তির নীরস বোধ টানি কি করে? জানো তো, প্রথম দেখায়ও প্রেমে পড়ে যায় কেউ কেউ। কেউ হয়তোবা, জীবনের প্রথম অদেখা কোন মিষ্টি একটা কন্ঠ শুনে বারেবারে প্রত্যাশা করে সে কন্ঠ শোনার । মনোবিজ্ঞান বলে, আমাদের মনের মাঝে ভালোবাসার মানুষের একটা চিত্র আঁকা থাকে, যার সঙ্গে তার মিল পাই, মুহূর্তের মাঝে প্রেমে পড়ে যাই। আসলে এই মুহূর্তের প্রেমে পড়াটা সারা জীবনের চাওয়ার সমীকরণ এর বহিঃপ্রকাশ মাত্র।

এত কথা কেন বললাম জানো? এই পেইজ এ আমার কোন একটা মন্তব্য দেখে তুমি আমাকে নক দিয়েছো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে। দুজনারই আসল আইডি তে দুজন আছি। ফেসবুক ওয়ালে দেখি তোমার কবিতা আবৃত্তি, এত্ত সুন্দর জীবনবোধ, গুছিয়ে মনের ভাবনা গুলোকে এত সুন্দর করে লিখেছো তুমি! আমি অবাক হয়ে যাই, এত অল্প বয়সে কি করে একটা মানুষ এত বোঝে! প্রেমে পড়িনি হয়তো এখনও তোমার। কিন্তু বিশ্বাস করো, কাজের মাঝেও হঠাৎতোমার কথা মাথায় চলে আসে, ম্যাসেঞ্জারে ঢুকে তোমার নামে সবুজ বাতি দেখলেই জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, তুমি কেমন আছো? অনেক কষ্টে নিজেকে সংবরণ করি। কখনও ইচ্ছা হয় বলি, আমার খুব একা লাগছে একটু কথা বলবে সেদিনের মতো? সাহস হয়না। সাহস হয়না তোমাকে ম্যাসেজ দিতে, কল দিতে, অথবা এমন কোন কিছু করতে যাতে তুমি বুঝে যাও আমার অনুভূতিগুলো। সাহস হয়না কারণ, আমার অনুভূতিগুলো তোমার অবহেলা সইবে কেমন করে?

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.