
সমকামিতাকে মেনে নিতে আপনাদের অধিকাংশেরই যেমন ঘৃণা হয়,তেমনি আমার নিজেকে নিজের কাছে মেনে নিতে ঘৃণা না হলেও কষ্ট হয়। ঘৃণা হয়না একারণে যে এখানে আমি নিজে কোনো ভুল করিনি। আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো সম্পর্কেও জড়াইনি, কারোর দ্বারা সেক্সুয়ালি এবিউজডও হইনি। মানে বলতে চাচ্ছি আপনারা অনেকে যেটা মনে করেন যে এরা বুঝি এসব ঘটনার মাধ্যমে প্রভাবিত হয়ে সমকামী হয়েছে এটা মোটেও ঠিক না। আমার যতদূর মনে পড়ে ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব হয়নি। তাহলে আমি নিশ্চয়ই জন্মগতভাবেই এমন। এখন এটা নিয়ে যে যতো তত্ত্বই দিক,যতোই বলুক এটা মানসিক বিকারগ্রস্ততা,আমি নিশ্চয়ই বিশ্বাস করবো না,কারণ নিজের কাছে নিজেই তার জ্বলজ্যান্ত প্রমাণ। এখন আসি ধর্মীয় ব্যাখায়, সকল ধর্মেই এটা জঘন্য পাপ। কিন্তু একজন মানুষকে এরকমভাবে সৃষ্টিকর্তা কেনো তৈরী করলেন সেই ব্যাখ্যা কোথাও দেওয়া হলোনা কেনো? আরেকটা কথা, আমি নিয়মিত নামাজ পড়ি। এইযে প্রত্যেকবার নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে কাকুতি মিনতি করি যেনো তিনি আমাকে স্বাভাবিক করে দেন,তিনি কি একবারের জন্যেও আমার কথা শুনতে পাননা? আমিতো এরকম জীবন চাইনা,ছেলে হয়ে আরেকটা ছেলের সাথে এসব করার কথা ভাবতেও খারাপ লাগে। সৃষ্টিকর্তা তো চাইলেই সবকিছু করতে পারেন,তাহলে আমাকে কেনো স্বাভাবিক করে দেননা? অন্তত কোনো ধর্মগ্রন্থে উল্লেখ থাকতে পারতো যে এটা এক ধরণের অসুস্থতা, তাহলে সেটা মেনে নিয়ে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু কোথাও গিয়ে যেনো সব প্রশ্নরা থেমে যায়, আমি কোনো উত্তর পাইনা। আপনাদের কাছে উত্তর থাকলে দয়া করে আমাকে জানাবেন।
Source: BAH( Bangladesh Against Homophobia)