
আমি এক্সট্রোভার্ট একজন মানুষ হলেও সহজে কষ্টের কথা সবার সাথে শেয়ার করতে পারিনা। আজকে না পেরে এখানে শেয়ার করছি।
আমার ভালবাসার মানুষ টা এখনো আমার লাইফে আছে, তবে যেকোনো সময় নাই হয়ে যাবে। তাকে হারানোর ভয়ে পাগলের মত কান্না করেই যাচ্ছি। তাকে নিয়ে ফিউচার দেখেছি, শুধু তাকেই ভালবেসেছি। অন্য মেয়েদেরকে আমার ভাল লাগত না, কারন ওকে ছাড়া আমার অন্য মেয়েদের প্রতি আগ্রহ কাজ করে না। হঠাৎ করে সে আমার জীবন এ এসেছে, প্রথম প্রথম পাগলের মত ভালবাসা না থাকলেও সময়ের সাথে সাথে একদিন বুঝতে পারি আমি ওকে অনেক ভালবাসি। সম্পর্কে অনেক ঝড় গিয়েছে, তবুও আমি অন্য কাউকে ভালবাসতে পারিনি। কেন যেন হয় না….. যখন খুব খারাপ লাগত চেষ্টা করেছি তাকে ছাড়তে অন্য মেয়েদের সাথে কথা বলতে কিন্তু হয়নি। অনেকের মধ্যে কথা বলার এপ্রোচ ই ঠিক পেতাম না। এমন না যে এসব আমার ভালবাসার মানুষ টা জানেনা, আমি নিজেই সব বলে দেই। ওর পরিবার ওকে বিয়ে দেয়ার জন্য খুব চাপ দিচ্ছে, ও বাধা দিয়ে যাচ্ছে কিন্তু ধর্ম, আর সমাজের কারনে ওর পরিবার ওকে বিয়ে দিতে চাচ্ছে। না আমার চাকরি আছে না ওর আছে, থাকলে হয়ত অন্য অপশন ভাবা যেত কিন্তু যেখানে আমাদের টাকা ইনকামের রাস্তা নেই সেখানে কিভাবে এই সমস্যা দূর করব? এই করোনা তে ওর জব ইনকাম না হারালে সে হয়ত আটকাতে পারত কিন্তু….. আমার কষ্ট শুধু এই জায়গায়, বাবাকে যখন ভালবাসলাম তখন তাকে আল্লাহ দুনিয়া থেকেই নিয়ে গেল, স্কুলের সেই ফ্রেন্ডগুলো ও নেই যাদেরকে পাগলের মত ভালবাসতাম, এরপর কাছের মানুষ যারা এসেছিল একে একে সবাই একটা করে ছুড়ি বসিয়ে চলে গিয়েছিল। এত এত আঘাত পেয়েছি যে মরে যেতে ইচ্ছা করে তবুও এই বুকে এত ক্ষত নিয়েও একজনকে ভালবেসেছি। উপর ওয়ালা কে বলেছিলাম আমি ওর পরে আর কাউকে চাই না শুধু ওকে আমার জীবন এ দাও, বাকি জীবনের স্বপ্ন আমি ওকে নিয়ে দেখেছি। আর কাউকে আমার জীবন এ নতুনভাবে চাইনা। ওর পাশে আমি অন্য কাউকে মেনে নিতেও পারব না। কিন্তু নাহ বার বার ভালবাসার মানুষগুলো কে হারিয়ে এখন মরে যেতে ইচ্ছা করে।
সবার দোয়া চাই যাতে আমি আর ও এই বাধা কে দূরে সরিয়ে একসাথে থাকতে পারি।
Source: BAH (Bangladesh Against Homophobia)