একজন বন্ধুর প্রয়োজন

সবাই কে পবিত্র রমজানের অনেক শুভেচ্ছা

আমি যা বলতে যাচ্ছি তা শুনে কারো কারো কাছে উদ্ভট ও লাগতে পারে । খুব সংক্ষেপে উপস্থাপন করছি

তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি একজন লেসবিয়ান।

ওয়ার্ড টি সম্পর্কে প্রথমে পরিচিত ছিলাম না।

নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলাম অনেক ছোটবেলাতেই। একজন মেয়ের একজন ছেলের প্রতি টান বা আকর্ষণ খুব স্বাভাবিক ব্যাপার জানতাম কিন্তু বুঝতাম না আমি কেন শুধু মেয়েদের প্রতি আকৃষ্ট হয়। কেনো আমার একজন মেয়ের প্রতি এত দুর্বলতা কাজ করে। ভাবতাম বোধহয় আমি একা পৃথিবীতে যে এমন। (যদিও পরবর্তীতে ওয়ার্ডটি সম্পর্কে পরিচিত হলাম এবং জানলাম আমি একা না)

আমার ভাবনাগুলি কারো সাথে শেয়ার ও করতে পারতাম না। ভয় হতো অনেক,মুসলিম পরিবারের জন্ম আমার। জানতাম সমকামীতা হারাম, তবে নিজের ভালোলাগাগুলো আটকাই কীভাবে?? এটাই তো আমার হাত নেই । এরপর আমার জীবনে আগমন ঘটল তার  প্রথম দেখাতেই অনেক ভালোলেগে যায় তাকে। দীর্ঘ  2 বছর পর বলব না বলবনা করতে করতে একদিন কেন জানি মনে হলো সেও আমাকে পছন্দ করে অবশ্য মাঝে মাঝে মনে হতো তবে সেদিন আর না দেরি করে বলে ফেললাম আমার মনের সব সত্যি কথা।সেও আমাকে বলল সে নাকি বুঝতে পারত ব্যাপার টা আর সেও আমাকে ভালোবাসে । এরপর দুজনের সম্পর্ক অনেক ভালো চলে। অনেক ভালোবাসতো আমাকে।

মাঝে মাঝে আমাকে নিয়ে পজেসিভ ও হয়ে যেতো। আমাদের মাঝে অনেক ঝগড়াও হয়েছে কিন্তু কখনো এটা ফিল করিনি যে সে আমাকে ভালোবাসেনা। অনেক গুলি বছর একসাথে কেটেছে আমাদের কখনো হাসিখুশি কখনো ঝগড়া কখনো রাগ অভিমান কখনো বা অনেক বেশি কেয়ারিং। ও যে আমাকে কোনোদিন চিট করবেনা এটা জাস্ট নেক্সট টু ইমপসিবল ছিল। এই এতগুলো বছরে কোনোদিন স্বপ্নেও ভাবিনি সে আমার ছাড়া অন্য কারো হতে পারবে। কারন এমন ভাবনা সে কখনো আমার মাথায় আসতে দেয়নি।

তারপর আর কী একদিন রাতে আমার সকল ভুল ভেঙে সকল সপ্ন ভেঙে বিয়ে করে নিল প্রথমে তার কথানুযায়ী ভাবতাম বিয়েটা অনেক জড় করে হয়েছে পরে অবশ্য ভুল ভেঙেছিল।

অনেকটা স্বইচ্ছাই সে বিয়েটা করে আমাকে এক নিমেষে ভুলে গিয়েছিল।

অনেকবার ভালোবাসার দাবি নিয়ে তার দুয়ারে গিয়েছিলাম কখনো শূন্য হাতে যদিও ফেরায়নি অপমান দুঃখ কষ্ট আর সেই সঙ্গে আমাকে আর ভালোবাসেনা কথা দিয়ে ফিরিয়ে দিয়েছিল।

তার একটু মনোযোগ পাবার জন্য কত কি না করেছি মাঝে মাঝে নিজেকে শেষ করতে চেয়েছি তো মাঝে মাঝে নিজেকে খারাপ পথে তলিয়ে দিতে চেয়েছি।

কিন্তু কোনো কিছুই তার মনকে ফেরাতে পারিনি লাইফের এমন অনেক মোমেন্ট গেছিল যখন তাকে সত্যি দরকার ছিল তবে তাকে আর পাইনি কাছে।

তবে সব বোঝার পর তার পথের কাঁটা আর কখনো হতে যাইনি।হয়তোা বা তারও দোষ না সবাই নিজের ভালোটা চাই সেও হয়তো সেখানে নিজের জন্য ভালোটা খুঁজে পেয়েছে। এরপর দীর্ঘ একবছর নিজের সাথে যুদ্ধ করেছি আমি একমাত্র জানি কীভাবে যে সময় গুলি পার করেছি । এখন অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যদিও সহজ ছিল না। সে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আমাকে শিখিয়েছে কীভাবে একা থাকতে হয়। নিজেকে আবার নতুন করে চিনেছি আমি। যদিও এর মাঝে অনেক কিছু হারাতে হয়েছে নিজের উপর খামখেয়ালিপনার জন্য তবে সর্বোপরি যা পেয়েছি তা নিয়েই নতুন করে শুরু করলাম । মাঝে মাঝে নিজেকে অনেক একা মনে হয় অনেক বেশি অসহায় মনে হয়।

মনে হয় যদি কারো সাথে শেয়ার করতে পারতাম । সত্যি এখন সবকিছু মোটামুটি সামলে নিয়েছি তবে মাঝে মাঝে মনে হয় যদি আমার মতো কেউ একজন আমার সাথে থাকতো অনেক ভালো হতো সেটা বন্ধু রূপেই হউক না কেন বুঝত আমাকে ।

সত্যি মানুষের একটা সময় একজন পার্টনার দরকার হয় ফিজিক্যালি না হক তবে মেন্টালি সাটিসফাকশনের জন্য অবশ্যই। কারন একটা সময় এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ নিজেকে প্রতিষ্ঠিত করলেও সারাজীবন একা থাকতে হবে আর মানুষ কখনো একা থাকতে চাই না একা থাকতে পারে না। তাই এমন অনেক সময়  মানুষ কাউকে চায় যাতে  দুজন দুজনকে বুঝবে। যদিও এখন অনেক সময় আছে । সত্যি মেন্টালি অনেক টায়ার্ড সবসময় নিজেকে নিয়ে টেনশন হয় ভবিষ্যতে কেমন হবে এই সেই । একজন সত্যি বন্ধু দরকার, না হয় কেমন জানি ডিপ্রেশনে চলে যাচ্ছি নিজেকে আরও একবার হারাতে চাই না । কথাটা আমার নিজেরই বলতে অনেক ওয়াকর্ড লাগছে তবে এছাড়া সত্যি আমি উপায় দেখছিনা। মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছি বিধায় আজ বলতে বাধ্য হলাম।

সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ্ হাফেজ

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.