একটা নতুন জীবন চাই

আমার ছোটবেলা থেকেই  শারীরিক চাওয়া-পাওয়ার প্রতি আগ্রহ ছিলো ।  মেয়েদের প্রতি বেশি আকর্ষণবোধ  থাকলেও ছেলেদের ক্ষেত্রে আমি এক রকম আকর্ষণবোধ করি। তবে আমি দেখতে আকর্ষণীয় না হলেও ১৬ বছর বয়সসের আগেই আমি ছেলেদের সাথে ফিজ্যিকালি যাই । তবে তারা যে আমায় জবরদস্তি করতো তেমনটা নয় আমিও বিষয়টা উপভোগ করতাম। যাইহোক যখন ক্লাস টেনে পড়ি তখন একটা মেয়েকে খুব ভাল লাগে একদিন সাহস করে তাকে প্রপোজ করলে সে আমাকে আয়নায় চেহারা দেখতে বলে। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম এবং নিজের মধ্যে হীনমন্যতা চলে আসে এই ভেবে “আমার মতো কদাকার ছেলের সাথে হয়তো কোন মেয়েই রিলেশন করবে না”। এরই মধ্যে আমার বয়সে বড় এক প্রতিবেশী ছেলের সাথে সম্পর্ক হয় সে আমাকে খুব ভালবাসতো শারীরিক ও মানসিক সব সম্পর্কই তার সাথে হয়েছিল তার সাথে সম্পর্ক অবস্থায় আমার অন্য কাউকে নিয়ে ভাবার অবকাশ ছিল না। সম্পর্কের দুবছরের মাথায় সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে আমার প্রতি অন্য রকম হয়ে যায়, আমার সাথে যোগাযোগ রাখেনা বা বাড়িতে আসলেও কথা বলে না। যাইহোক দুজনের সম্পর্কের বিষয়টা যদি জানাজানি হয়ে যায় এই ভয়ে তার কাছে জোড়ালোভাবে আর কৈফিয়ত চাইতে যাইনি। এর মাঝে জীবনের অনেকটা সময় চলে যায় রাগে ক্ষোভে কোন মেয়ে বা ছেলেকে নিয়ে ভাবতে যাইনি। সত্যি বলতে আমি  অনুভূতিগুলো নিজের সাথে যুদ্ধ করেই চাপা দিয়ে রেখেছিলাম। তখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি পারিবারিক সমস্যায় থাকায় পরিবারের জোড়াজোড়িতে বিয়ের পীড়িতে বসতে হয়েছিল, যাইহোক ৭মাসের সংসার জীবন চলতেছিল ধীরে ধীরে নিজের অর্ধাঙ্গীকে জীবন দিয়ে ভালবাসতে শিখে ফেললাম। এরই মধ্যেই একদিন অর্ধাঙ্গী বলতে লাগলো সে আমার সাথে সংসার করবে না, কারণ জানতে চাইলে তার উত্তর ছিল ” আমি নাকি পুরুষালী নই, আমার ফেইসটাই নাকি পুরুষের মতো আর  ফিজিক্যাল দিক থেকে নাকি মেয়েদের মতো। তার অভিযোগের এক মাসের মাথায় আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল সেই থেকে জীবনের ৫ টি বছর চলে যাচ্ছে এখন ও তাদের মতো করে কাউকে ভাবতে পারছিনা এক অজানা ভয়ে। নিজে দেখতে কদাকার আবার হাইপার সেক্সের পেসেন্ট হওয়ায় আমি ছেলে মেয়ে পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে শুধু একটা স্থায়ী সঙ্গী খুজেছিলাম কিন্তু দুজনের কেউই স্থায়ী হয়নি। আমি আবার নীজের জীবনটা নতুন করে শুরু করতে চাই একাকীত্বের অবসান ঘটিয়ে সম্পর্কে জড়াতে চাই তবে হ্যাঁ উভলিঙ্গের প্রতিই যেহেতু আকর্ষণ আছে সেহেতু একটা মেয়ের সাথেই সম্পর্কেই জড়াতে চাই কিন্তু মনে অজানা ভয় যদি আবার প্রথম স্ত্রীর মতো করেই নতুন কেউ এসে বলে “আমি পুরুষালি নই বা আমার ফেইসটাই ছেলেদের মতো আর তুলতুলে শরীর আর ফিজিক্যাল দিক থেকে মেয়েদের মতো এই অভিযোগ তুলে যদি সেও দূরে চলে যায় তখন কি হবে এই ভাবনা আমাকে পুড়িয়ে মারে!!!

Source: Bangladesh Against Homophobia (BAH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.