
হ্যা আমি ৯৯%পেয়েই গেছি আমার হিয়া কে। ৫ বছর খুজে হয়রান আমি। আমি যে লেসবিয়ান সেটা বুঝতে আমার সময় লেগেছে অনেক। আমি চাই কেউ আমার পাগলামি সহ্য করুক। সারপ্রাইজ পেয়ে বুকে নিয়ে বলবে তোমার মত লাইফ লাইন নেই পৃথিবীতে তুমিই আমার যোগ্য।আমিও কোলে করে নরম গালিচায় ফুল ছিটাবো আর মিশে যাবো আলিঙ্গনে। হ্যা তবে সেটা অন্যান্য ঠুনকো রিলেশন নয়। এই সফরে হবে কবর কিংবা সৎকার। ও হিন্দু তবে আমার ধর্মে ইসলাম কে সম্মান করে। খুব সহ্য করে আমার রাগ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে একই ভূমিতে মরবো। তাই আমি প্রচেষ্টায় আছি সেটেল হওয়ার ও গার্ডিয়ান কে ম্যনেজ করবে নাকি পালাবে সেই চিন্তায় বিভোর। প্লিজ কমেন্ট করে পরামর্শ দেন। ওর মা ভাই কে কি বলবে। কিভাবে কি বুদ্ধি দিয়ে আসবে গ্রাম থেকে ঢাকায়? এক সাথে থাকতে চাই। সবার মতামত ও সুন্দর পরামর্শ আশা করি। আমার নন্দিতা দাশ যেন সব সময় আমার থাকে। দুজনের এটাই চাওয়া।এক টি বাসা নিব কিভাবে সব সামলাতে হবে ঢাকায় তা আমি পারবো তবে ওর দিক টা একটু জামেলা।
Source: BAH ( Bangladesh Against Homophobia)