
আসসালামু আলাইকুম, আমি জানিনা কে কি ভাববেন আমার কথাগুলো পড়ার পরে তবে, আমি একজন নারী। আমার দেড় বছরের একটা বাচ্চা আছে। স্বামী দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হতাম বলে, আমি তাকে বছরখানেক আগে তালাক দেই। তিনি প্রচন্ড লোভী,বাটপার আর চরিত্রহীন স্বভাবের ছিলেন। মাত্রা এতটাই বেড়ে গিয়েছিলো যে আমার মায়ের টাকা পর্যন্ত চুরি করে পালিয়ে যায়। এখন আমার বয়স ২৪। ছোট বেলা থেকে এ একটি মেয়েকে খুব ভালো লাগতো। সেও আমার খুব কেয়ার করত,কিন্তু সে আজীবনের জন্য আমার সাথে থাকতে পারেনি। আজ সে বিয়ে করে সংসারী হয়েছে। হয়তো আমায় ভুলেও গিয়েছে।জীবনের ১০টা বছর আমি তার জন্য কেদেছি। যোগাযোগ করতে ভীষণ মন চাইতো, কিন্ত কি ভাবে কথাগুলো ওকে বলবো এটা ভেবে আর ফোন দেই নি। আমি ব্যক্তি জীবনে যথেষ্ট ধার্মিক। ধর্মীয় লাইনে পড়াশোনা করতাম বিধায় অন্যান্যদের মতন পাচ ওয়াক্ত নামায পড়া থেকে শুরু করে, পর্দাকরে চলা এসব ই পালন করি৷ শুরুর দিকে তাই, এসব অনুভূতি শয়তানের ধোকা ভেবে এড়িয়ে গিয়েছিলাম।এরপর মা-বাবার পছন্দে বিয়ে করি। বাকিটা তো শুরুতেই বললাম। আমি সব সময় আল্লাহর হুকুম কে মেনে চলাফেরার চেষ্টা করি। কিন্তু, আজও নিজে মেয়ে হয়ে একজন মেয়েকে কাছে পাওয়ার জন্য হাহাকার করি। স্বপ্ন দেখি, যাকে আজীবন ভালোবেসে যাবো, যাকে নিয়ে এক ছাদের নিজে বসবাস করতে পারব।
আল্লাহর সব বিধান মেনে চলি, তারপরও সত্যিকারের সংগী পেলাম নাহ। বিভিন্ন গ্রুপ থেকে পরিচিত হয়ে এগুনোর পরও ধোকাই পেয়েছি। আমি যে এমন, তা আমার আসে পাশের কেউই জানেন না। আমি এই একাকীত্ব থেকে মুক্তি পেতে চাই। আমি কেবল একটি ভালো মেয়ে চেয়েছি যাকে নিয়ে প্রয়োজনে সমাজ-সেবা মূলক কাজ করবো। কিন্তু আফসোস, একাই থেকে গেলাম।হয়তো, এভাবেই একাকি এক সময় দুনিয়া ছেড়ে চলে যাবো!!