এক জোছনা রাত

আমার নাম (জারা) ছদ্মনাম, অনার্স ২য় বর্ষে পড়ছি…..।

আর আমার সেই ভালোবাসার নাম (তাসনিম) ছদ্মনাম।

ভালোবাসার উত্তাল ঢেউ এ মেতে উঠেছিলাম আমরা সেই রাতে,যে রাতে আকাশের চাদঁ খুব বড় ছিলো,ছিলো অনেক জোছনা আর ছিলো উস্ন বাতাস, যা আমাদের সারা শরীর আর মন কে আবেশিত করে রেখেছিলো।

কিভাবে কি হয়েছিলো সে রাতে তা আজও মনে হলে সারা শরীরে বিদুৎ বয়ে যায়,মনে হয় এক আচমকা ঝরো হাওয়া আমাদেরকে দুলিয়ে দিয়েছিলো। 

তাসনিম কে যেদিন প্রথম দেখি সেদিনই খুব ভালো লেগেছিলো বলতে গেলে ভালো লাগাতেই সব কিছু সীমাবদ্ধ ছিলো, এর বাহিরে কিছু ভাবার অবকাশ হয়নি তখনও।  ওর নানুবাড়ী আর আমাদের বাসা খুব কাছাকাছি ছিলো, আর আমরা রিলেটিভ ও ছিলাম। তো ন্যাচারালি তাদের যাতায়াত ছিলো আমাদের বাসায়,আর আমাদেরও ছিলো তাদের বাসায়….। 

একদিন তাদের বাসায় আমি যাই আর অনেক গল্প আড্ডা দিই। রাতে ও আমায় ওর সাথে ঘুমাতে বলে আমিও যাই ওর কাছে, আর অনেক গল্প করতে থাকি…. ওর চাহনি ওর ঠোটঁ তখনো খুব কাছে ডাকতো আমায় কিন্তু আমি বুঝতে পারিনি। কিবা করতাম আমি!!! তখনো ভালোবাসা ভালোলাগা সব কিছু আমার কাছে ধোয়াশার মতো আবছা ছিলো।

সে আবদার করে আরো কিছু ভূতের গল্প শোনার জন্য আর আমিও অবলিলায় বলে যাই সেই গল্পকথন।

ফাঁকে ফাঁকে সে আমার দিকে তাকিয়ে থাকতো আর ওর চোখে আমার চোখ পরাতেই সে চোখ সরিয়ে নিতো আর আমি মুচকি হাসতাম… 

এভাবে করে কখন ঘুমিয়ে গেছিলাম জানিনা,হঠাৎ ঘুম ভেঙে যায়,আর নোটিশ করি আমি ওকে জরিয়ে ধরে আছি। সর্বনাশ!!! এখন ও দেখলে কি মনে করবে?আমি ভয়ে হাতও সরাতে পারছি না। 

ওভাবেই জরিয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছি আর ভাবছি ইশ’ এভাবেই যদি সারারাত জরিয়ে ধরতে পারতাম ।

হঠাৎ দেখে তাসনিমের ঘুম ভেঙে গেছে আর আমিও ঘুমের মতো করে ওকে জরিয়ে ধরে আছি….. ।

একপর্যায়ে খুব লজ্জা লাগছিলো তাই লেফ্ট সাইট হয়ে যাই ওর থেকে একদম অপজিটে।

এদিকে আমার হার্টবিট বেড়ে চলছে তার গায়ের গন্ধ আমাকে নেশায় পাগল করে দিচ্ছে। 

আর ঠিক তখনই ওপাশ থেকে তাসনিম ও আমাকে জড়িয়ে ধরে, আহ্ সে কি অনূভুতি ভাষায় প্রকাশ করতে পারবো নাহ্। কিছুক্ষণ পর তাসনিম কে আমি জড়িয়ে ধরি, আর ওর পিঠে ঘাড়ে আমার ঠোঁট রাখি, ঠোঁটের স্পর্শে সে লাজুক লতার মতো  নেড়ে উঠে। আর আমিও খুব করে ওকে জোরে শক্ত করে জড়িয়ে ধরি আরো কাছে যাই, আর ঠিক তখনই তাসনিম আমার চোখে চোখ রাখে। 

আমি তখন শেষ!!!  কিছু বলতে যাবো তখনই সে  বহু কাঙ্ক্ষিত তার অপ্রত্যাশিত ঠোঁট আমার ঠোটেঁর কাছে আনে, নিশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিলো। 

আমার ঠোঁট ওর কাছে আমি কিছু বলতে পারছিনা, সে যে আকাশের চাদঁ হাতে পাওয়ার মতো আমার ঠোঁট ওর দখলে নিয়ে নিয়েছে আর অবিরত তাতে মনোযোগ দিয়ে যাচ্ছে…।

নাহ্ আমি আর পারছি না, আর পারছি না সইতে তার এতো ভালোবাসা নিতে…

উফ্ এ রাত যেনো শেষ না হয় আমি খুব করে আরো চাই তোমার গায়ের গন্ধ মাখতে।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.