এলিয়েন

আমি একজন গে। বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছি।

আমার মনে হয় বর্তমানে আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।পরিবারে আমি একমাত্র ছেলে সন্তান। এক্ষেত্রে, বিয়ে করাটা আমার জন্য অনেক বড় একটা প্রেশার কারণ,কোন মেয়েকে বিয়ে করে সংসার করাটা আমার পক্ষে সম্ভব নয়। আর অন্যদিকে, এ ব্যাপারটা নিয়ে পরিবারের মুখোমুখি হওয়াটাও খুব অস্বস্তিকর।আমার সবসময় মনে হয় প্রতিটি মুহূর্ত আমি একটা মিথ্যে জীবন যাপন করছি,সত্যিকার আমিকে খুঁজেই পায় না। নিজের ভালো লাগা বা ভালোবাসা যা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা প্রকাশ করতে না পারাটা অনেক কষ্টের,আবেগ অনুভূতিগুলো দমিয়ে রাখা খুব কষ্টের।  এসকল বিষয় ভেবে আমি সবসময়একটা দুশ্চিন্তার মধ্যে থাকি যা আমার দৈনন্দিন কাজকর্মও পড়াশোনায় খুব খারাপ প্রভাব ফেলে। নতুন উদ্যমে কিছু করার স্পৃহা হারিয়ে যায়,আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। বিশাল পৃথিবীতে নিজেকে  এলিয়েন মনে হয়। সবার মধ্যে থেকেও আমি যেন বড় একা, আশেপাশের সবার  থেকে আলাদা একটা মানুষ,ভিন্ন স্বপ্ন নিয়ে বেড়ে উঠা একটা মানুষ,নিজের অস্তিত্ব গোপন রেখে বেঁচে থাকা একটা মানুষ যার মধ্যে কোন আনন্দ নেই, যা আছে তা হলো ভয় আর উৎকন্ঠা।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.