ওরা সুখের লাগি চাহে প্রেম

বাবা-মায়ের অসুস্থ সম্পর্ক, ছোটোবেলার মলেস্টেশন, পীড়াদায়ক পারিবারিক পরিবেশ, অসহনীয় স্মৃতি……এই এত্তো কিছুর সাথে যখন ভাগ্যের খাতায় ‘আইডেন্টিটি ক্রাইসিস’ টার্ম টা জুড়ে যায়,  তখন জীবন টা জীবন থাকেনা আর।

ছোটোবেলা থেকেই ছেলেদের পোশাক পরতে ভালো লাগতো, কিন্তু বড়বেলায় চেষ্টা করতাম সমাজের সাথে মানিয়ে নিয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো চলতে। কিন্তু,… মনের সাথে যুদ্ধ করে ক’দিন ই বা আর? কোনো না কোনোদিন এসে তো নিজের মুখোমুখি  দাঁড়াতেই হতো।

ছোটোবেলা থেকে একটা মেয়ের প্রতি অসম্ভব ভালোলাগা যখন একটা সময়ে ভালোবাসায় বদলে যায়, তখন মনের ভেতর অপরাধবোধ কাজ করতো খুব করে। অনেক বোঝাপড়া আর স্টাডি করে বুঝতে পারলাম, I am not straight.  I feel attracted to girls. প্রথমে মেনে নিতে কষ্ট হলেও কিছুদিন পার হতেই বুঝতে পারলাম, I am imperfect and this is perfectly Alright.  There’s nothing wrong not to be straight. Besides, it’s not a sin as well.

তারপর হঠাৎই শারিরীক আর মানসিক চাহিদা প্রকট হয়ে উঠলে একটা সময়ে এসে সৃষ্টিকর্তার কাছে কেউ একজনকে চাইতে লাগলাম মনপ্রাণ দিয়ে। and surprisingly someone came to my life (ofcourse a girl). She commited to stay with me for lifetime.  জীবন টা যেন এক লহমায় বদলে গেলো। পৃথিবীটা স্বর্গ মনে হতে লাগলো। কিন্তু বিধি বাম! হঠাৎ করে সেও চলে গেলো জীবন থেকে।  জীবনটা ঠিক হয়ে গেছে ভেবে শেষ করার আগেই আরো এক সমুদ্র কষ্ট যোগ হলো জীবন ডায়েরি তে। 

এরপর বহু চেষ্টার পর নিজেকে সামলে নিয়ে আবারো একা পথ চলা শুরু করলাম। আমি মোটামুটি মানিয়ে নিয়েছি মন টাকে। এখন আর সমাজের তালে তাল না মিলিয়ে যতোটা সম্ভব নিজের মতো করে বাঁচার চেষ্টা করি। চুল কেটে বয়কাট করে ফেলেছি, ক্যাম্পাসে এখন ট্রাউজার-টিশার্ট পড়ে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারি।

বাঁচার জন্য তেমন কোনো উৎসাহ পাইনা আজকাল, তবুও বেঁচে আছি, হয়তো থাকবোও। মনের মধ্যে কোথাও যেন একটা তীব্র আশা দানা বেঁধে আছে এখনো। কেউ এসে হাতটা শক্ত করে ধরবার আশা, বাকি পথটা একসাথে পার করবার আশা……

এখন শারীরিক চাহিদা কাজ করে খুব কম।  যে ভালোবাসবে আমায়, তাকে সারাজীবন না ছুঁয়েও কাটিয়ে দেয়া যাবে বোধহয়। মন এখন মন খোঁজে, শরীর নাহ…

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.