কতটুকু সুখী?

আমি একজন মেডিকেল পড়ুয়া মানুষ। আমি বুঝতে পারি যে মানুষের যে নরমাল নিডগুলো আছে আমার সেটা নরমাল না।আমি যখন ক্লাস ৭ এ পড়ি তখন আমার ব্যাচমেট একটা মেয়ের সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়।আমি জানতাম না কিভাবে আমি তার জন্যে মোহগ্রস্ত হয়ে পড়ি।আমাদের প্ল্যান ছিলো আমি ছেলে হয়ে আসবো বাইরের দেশ থেকে দ্যান আমরা বিয়ে করবো।আমার ফ্যামিলী টাকা পয়াসার কোনো কমতি ছিলো না আলহামদুলিল্লাহ। কিন্তু বিপাকে পড়ালাম যখন সে আমার পৃথিবীটা শূন্য করে চলে গেলো।আমি এরপর খুব অসুস্থ হয়ে যায়।আমি এখন পুরোদুস্তর একজন লেখক।বইমেলাতে আমি বইও ছেপেছি।শুধু তার জন্যেই আমি লিখালিখি শুরু করি।আমাদের পাস্টগুলো কত সুন্দর ছিলো।তবে আমাদের বিষয়টা আমি আর সে ছাড়া আর কেউউউ জানে না।আমরা এত গোপনে কাছে জেতাম।যায় হোক,এখন সে নাই, মানে আমার পুরো পৃথিবীটা নাই।আমি জানি না আমি কি করবো।আমি প্রচুর খোদাভীরু।আমি হজ্জও করেছি। কিন্তু আমি জানি না আমি কেনো মেয়েদের প্রতি attracted. আমার কি করা উচিত,?এর কোনো সমাধান কি কেউ দিতে পারবেন?

আমি বাচতে চাই,কিন্তু আমার পৃথিবীকে ছাড়া আমি কিভাবে বাচবো?

আমি gender reassignment surgery করে কতটুকু সুখী হবো?

আমি খোদাভক্ত.এখন আমি কি করবো।

আমি আমার ছায়াসঙ্গিরে ফেরত চাই।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.