
আমি আবির (ছদ্মনাম) আমার বয়সন্ধিকালে আমি মেয়েদের নিয়েই ভাবতাম কিন্তু পাশাপাশি দেখতে সুদর্শন পয়রুষদের নিয়েও ভাবতাম এবং এলাকার যেসব লোকদের আমার ভালো লাগতো তাদেরকে নিয়েও ভাবতাম আর হস্তমৈথুন করতাম। (এটা বলে রাখা ভালো যে আমার অল্প বয়স্ক কাউকে ভালো লাগে না, মিড এইজ ভালো লাগে যেমন ৩০ এর উপর বয়স্কদের) হটাৎ একদিন আবিষ্কার করলাম সমকামী পর্ন ভিডিও তখন থেকে ঐগুলোই দেখতে ভালো লাগতো। তবে অবশ্য মেয়েদের সাথে প্রেমও করেছি, আমি জানি না কিসের জন্য, হয়তো সবাই করে বা সমাজে এমনটা হয় এজন্য। কোন মেয়ের সাথে প্রেম করে ৫ থেকে ১০ দিনের মাথায় বিরক্তি বোধ করতাম এবং ভালো লাগতো না, শুধু এইটুকু ভালো লাগতো কাউকে তো পটিয়েছি আমার মধ্যে এইটুকু যোগ্যতা আছে। আমি সবসময় ভাবি কোন মেয়ের সাথে ৫-১০ দিনের মধ্যে বিরক্তি শুরু হয়ে যায় তবে আমার বিয়ের পরে কি হবে? কোন ছেলেকে তো আর বিয়ে করতে পারবো না, এই সমাজ আমাকে মেনে নেবে না অথবা আমি আমার পরিবারকে কখনো কষ্ট দিতে পারবো না। এসবই সবসময় ভাবতাম এবং সেক্স পার্টনার খুঁজতাম কিন্তু দুঃখের বিষয় অনেককেই খুঁজে পেয়েছি সেক্স করার জন্য কিন্তু মনের মত পাইনি এইজন্য দেখা করতে বা সেক্স করতে ইচ্ছা করতো না।
এভাবে চলতে চলতে একদিন একজনকে আমার প্রচন্ড ভালো লেগে যায় (সে আমার পূর্বপরিচিত) হটাৎ একদিন প্রচন্ড কাঁদতে ইচ্ছা করছে আর প্রচন্ড খারাপ লাগছে আর বার বার তার কথা মনে পড়ছে। এভাবে কয়েকদিন চলার পরে মনে হলো আমি হয়তো তাকে ভালোবেসে ফেলেছি। সে দেখতে অনেক সুন্দর না বা আমার মনের মত কোন মানুষ তাও না, কিন্তু জানি না কেন তার কাছাকাছি থাকতে আমার প্রচন্ড ভালো লাগে তার সাথে কথা বলতে ভালো লাগে তার ছবি ফোনে দেখতে ভালো লাগে। এবং তখন থেকেই ভাবলাম আর কিছু না হোক তার সাথে শুধু আমার বন্ধুত্বটা গড়তে হবে (তার বয়স আমার ১২ বছরের মত বেশি আর আমার বয়স মাত্র ২৫) কিন্তু এ কি খুব সহজেই তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলো, তারপর থেকেই সে সময় পেলেই আমাকে কল দিয়ে খোঁজ নিবে,আমি দূরে কোথাও গেলে কয়েকবার কল দিয়ে খোঁজ নিবে এবং সময় পেলেই আমার সাথে ঘুরতে বের হয়। আমি এখনো জানি না তার কি আমাকে সত্যিই ভালো লাগে বা ভালোবাসে কিনা নাকি শুধু একজন বন্ধু দরকার এইজন্য। আমি তাকে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালো লাগে, এ কথা এতদিনেও আমি তাকে বলতে পারিনি ভয়ে, শুধু এইটুকু মনে হয় আমার মনের কথা বলার পরে যদি সে আমার মত না হয় তবে তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এটা বলে রাখা ভালো যে আমি তার সাথে এক বিছানায় ঘুমিয়েছি অনেকবার যখন ওদের বাসায় কেউ থাকতো না, কিন্তু কিছু হয়নি দুজনের মধ্যে শুধু আমার ঘুমের ১২টা বেজেছিল, সারারাত এক ফোটাও ঘুমুতে পারতাম না। আমাদের কয়েকবার ঝগড়া হয়েছে আমার মিলও হয়ে গেছিল। ও শুধু আমাকে বোঝানোর চেষ্টা করে কাউকে দরকার তাই আমার সাথে তার চলাচল। তবে একটু যদি লক্ষ্য করা যায় ভালোমত তারমধ্যে কিছুটা মেয়েলি স্বভাব আছে আর এর জন্য আমার সন্দেহ হয় যে সেও হয়তো ছেলেদের পছন্দ করে।
এখন আর আমি কাউকে খুঁজি না সেক্স করার জন্য,, এখন শুধু মনে হয় বিয়ে করে ফেলবো। কারন তাকে ছাড়া আমার কাউকে এখন ভালো লাগে না,, আমি স্বপ্নেও এখন তাকে ছাড়া কাউকে দেখিনা (মানে স্বপ্নদোষ)
এখন আমি কি করবো বুঝে উঠতে পারিনা,, তাকে কি বলা উচিৎ যে আমি তাকে ভালোবাসি বা তার থেকে এড়িয়ে চলা উচিৎ কিনা। ছোটখাট একটা ব্যাপার এর জন্য সে কয়েকদিন আমাকে এড়িয়ে চলতো পরে আমিও তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই এবং ফোন বন্ধ করে রেখেছিলাম তারপর ১২ দিন পরে একদিন কল দিলো কথা বললাম (সে বলেছিল মাঝে কয়েকবার কল দিয়েছিল কিন্তু আমার ফোন বন্ধ ছিল) আবার ৪ দিন মত পরে আমি কল দিলাম, আজ প্রায় ১০দিন হলো আমিও কল দিই না সেও কল দেয়না। করোনা ভাইরাসের জন্য বাড়িতে এসেছি তার সাথে দেখা হয়না কতটা কষ্ট পাচ্ছি শুধু আমি জানি।
কি করবো বন্ধুরা আমাকে একটু সাহায্য করো। আমি আর এ কষ্ট সহ্য করতে পারছি না।
Source: BAH ( Bangladesh Against Homophobia)