
প্রেমিকা, তোমার শরীর আর টানে না আমায়
গোসল শেষে ভেজা আধনগ্ন দেহের নাচানাচি ,
আঁটসাঁট জিন্সের ওপর ঢেউ তোলা নিতম্ব
কিংবা টি শার্টের গড়িমসিতে উঁকি দেয়া বুক
আগের মত উত্তাল হায়েনা করে তোলে না
খাবলে মাংস খাওয়া,
রগে রগে আদিম যৌনতার প্রবল বিষ
শরীরের ক্ষুধা আর কতই বা? পেট ফুলে টইটম্বুর।
এদিকে আমার মনে যেন ‘৪৩ এর দুর্ভিক্ষ
জয়নুলের হাতে আঁকা কঙ্কালসার শিশু
বক্ষপিঞ্জরে যার দৃশ্যমান অস্থি ।
আহা, প্রেম অনাহারে বুঝি মেরেই ফেলছো
মরে গেলে এ হৃদ খানি নিলামে তুলো
শক্ত, কৃশকায়, পঁচা হৃদ
হাজারো অবহেলায় মরে যাওয়া বছর পুরানো ।
লোকে দেখবে। কেও হয়তো কিনেও নেবে, মোটা অঙ্কে
তারও হয়তো ক্ষুধা আছে, তোমার মতো অর্থের না।
একটি ভালোবাসার মনের।
Source: BAH ( Bangladesh Against Homophobia)