গতানুগতিক

করণ জোহরের ব্যাপারে একটা কথা প্রায়ই শুনি, ” ওতো হিজড়া,বিয়ে করে নাই!(যদিও আমরা জানি উনি গে,ট্রান্সজেন্ডার নন;অনেকেই এটার পার্থক্য জানেনা)।” যারা এরকম বলেন তাদের স্বরে নিন্দার সুর অনায়াসে পাওয়া যায় তবে এই ব্যাপারটা আমার খারাপ মনে হয়নি বরং তিনি ছেলে হয়েও মেয়েলি স্বভাবের এটা আমার অন্যরকম ভালো লেগেছে শুরু থেকে।

আমি মেয়ে তবে অনেকটা ছেলে ধাচের। গতানুগতিক মেয়েদের ক্রিয়াকলাপ আমার মধ্যে কম পাওয়া যায়। আমার আম্মু কয়েকবার বলেছেন “দিন দিন একটা পুরুষ মানুষ হয়ে যাচ্ছো”। তবে মেয়ে থেকে ছেলে হতে যে খুব ইচ্ছা করে সেটা না,আমি মেয়ে কিন্তু অনেকটা ছেলেদের মত এটার সাথে সাচ্ছন্দ্য আছি। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম। কিন্তু ব্যাপারটা এমন না যে আমি একটা মেয়েকে ভালোবেসেছি, ব্যাপারটা এরুপ আমি যাকে ভালোবেসেছি সে একজন মেয়ে। এবং তার আগে পরে কোনো ছেলেকে ওইরকম তীব্র ভালো লাগেনি প্লাস একটা ছেলে লাইফ পার্টনার হবে এতে আমি খুশি হয়নি কখনো ওরকম, কেমন যেনো একটা লাগতো। এপর্যন্ত পৌছে গেলে আপনার মনে হতে পারে আমি লেসবিয়ান,আমিও ভাবতাম কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে। আমার সব ছেলে না একটা বিশেষ ক্যাটাগরির ছেলেদের ভালো লাগে অর্থাৎ মনে হয় যে এরকম কাউকে পেলে তাকে “as a Life Partner” মেনে নিতে পারবো। এই ক্যাটাগরিটা হলো “Feminine Men”. এজন্য আসলে শুরু থেকে আমার করণ জোহরকে ভালো লাগতো, তখনও ভালো লাগতো যখন এসব ওরিয়েন্টেশন জীবনে হানা দেয়নি। ও যেভাবে মেয়েদের মত কথা বলে,রিয়েক্ট করে আমার ভালো লাগে, মনে হয় যদি এরকম কেউ জীবনে থাকতো তাহলে আজীবন সমাজের সব দুয়োধ্বনি থেকে তাকে আগলে রেখে তাকে তার মতো বাচতে দিতাম (যেহেতু মেয়েলি ছেলেদের জীবন সহজ না এবং প্রতিনিয়ত সমাজের কটু কথা তাদের শুনতে হয়)। বলিউড এর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মানিষ মালহোত্রাকেও আমার ঠিক এই কারণেই অনেক ভালো লাগে যদিও উনি গে!মেয়েদের যেমন শাহরুখ বা সালমান কে ভালোলাগে আমার ওমন করণ/মানিষ কে ভালোলাগে। এসব ক্রাশ ছাড়াও আমার সবসময়ই মেয়েলি ছেলেদের ভালো লাগে। মেয়েদের মত কথা বলে, চুল বড় রাখে, মেয়েদের মত কাজে ইন্টারেস্ট আছে,লজ্জা পেলে হাত দিয়ে মুখ লুকায় ইত্যাদি এরকম ছেলেদেরকে এবং শুধু এরকম ছেলেদেরকেই জীবনে মেনে নিতে পারবো নাহলে কোনো ছেলেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না বলে আমার মনে হয়।মেয়েলি গে ছেলেদেরও আমার ভালোলাগে, আমি জানি ওরা মেয়েদের পছন্দ করেনা তবুও মনে হয় যদি এরকম কোনো মেয়েলি গে ছেলের মত কাউকে আজীবনের জন্য পাওয়া যেত !!!!! সত্যি বলতে পরে যেটা বুঝলাম আমার কাছে ছেলে বা মেয়েকে ভালো লাগার থেকেও বেশি ফ্যাক্ট করে ” Feminine/Feminal ” ব্যাপারটা!!! আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম সে ফ্যামিনিন ছিলো এবং উনি থাকলে আমি কখনোই অন্য কারও কথা ভাবতাম না এবং তখন ওইরকম কোনো ছেলেকে ভালো লাগলেও কিছু আসতো যেতো না। তার চলে যাওয়ার পরে আমি অন্য কোনো মেয়েকে আর খুজিনি বরং নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশনকেই ভালোমত বুঝতে চেয়েছি এবং তখন এই ফেমিনিন জিনিসটার প্রতি ছেলে-মেয়ে নির্বিশেষে দুর্বলতার ব্যাপারটা নিশ্চিত হয়েছি!

পরিশেষে, আমি অনেক বেশি ইন্টারেস্টেড এরকম কোনো ছেলের সাথে কানেক্টেড হতে,আমি বলছিনা পেলেই ধরে প্রেম করবো-এটা হয়না কখনো। আমার যেহেতু ভালোলাগে,দুর্বলতা আছে তাই আমি চেনা পরিচিত হতে চাই, বন্ডিং ভালো হলে দেখা করতে চাই। যেহেতু আমি স্ট্রেইট না তাই আমার জীবনে স্ট্রেইটলি সব হবে এটাও আর এস্পেক্ট করিনা :’3 :’3 :’3!!!! আমি এখনো আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কনফার্ম করিনি তবে স্ট্রেইট না এটা জানি, হয়তো আমি Pansexual যেহেতু জেন্ডার ফ্যাক্ট করেনা তবে এখন আমার কাছে এই ওরিয়েন্টেশনও খুব একটা ফ্যাক্ট করেনা।

ভালো থাকেন সবাই!

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.