
অনেক ছোট থেকেই মেয়েলি কাপড়ের প্রতি একটা আলাদা টান অনুভব করতাম। ক্লাস নাইনে থাকতে প্রথমবার বক্ষবন্ধনী পড়ার পর বুঝতে পারলাম এই টান থেকে আমি না বের হতে পারবো, না বের হতে চাই।
সময়ের সাথে সাথে এই টান বেড়েছে। সাথে বেড়েছে ক্রসড্রেসিং এর প্রতি প্যাশন। কত শত কাপড় যে নিজে কিনেছি, বলতেও পারবো না। রেগুলার লাইফে যথেষ্টই পুরুষালী আমি। তাই আমার এই গোপন অধ্যায় টা দুনিয়ার সবার কাছেই অজানা। অনেক কাছের মানুষের কাছেও৷
মাঝে মাঝে দম বন্ধ হয়ে যেতে চায় কাউকে বলতে। নিজের অনূভুতি গুলি শেয়ার করতে৷ যখন নারীর সাজে গোপনে নিজেকে দেখি, মনে হয় একদিন যদি এভাবে ঘুরে বেড়াতে পারতাম।
আমার পুরুষ সত্ত্বা নিয়ে আমি খারাপ নেই। কিনতি মাঝে মাঝে মনে হয়, এমন কেউ যদি থাকতো, যাকে আমার কথা গুলি বলতে পারতাম, এমন কেউ যদি থাকতো যে আমাকে সাজিয়ে দিতো। কেউ যদি বলতো, আই, তোকে দারুন লাগে মেয়ে সাজলে।
হয়তো আজীবন এই ইচ্ছা ইচ্ছাই থেকে যাবে।
Source: BAH (Bangladesh Against Homophobia)