
কবি রুদ্র’র কবিতার ভাষায় বলতে গেলে এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
বেশ আয়োজন করে তোমায় চিঠি লিখতে বসেছি টেবিল ল্যাম্পের আলোয়।
ও তুমি কি জানো কারো উপর মায়া পরে গেলে সে মায়া শুধু বাড়তেই থাকে, কমে না কখনো।
‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’
সিনেমার এই গান যখন আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ভাসছিল তখন তোমার কাছে অনেক গুলো চিঠি লিখেছিলাম আকাশের ঠিকানায়।
কিন্তু একটিও পৌঁছাতে পারিনি। তোমার সামনে দাঁড়ালেই কাংখিত শব্দগুলো কিভাবে যে বুদবুদের মতো উবে যেতো! রাস্তায় দাড়িয়ে কতবার তোমায় চিঠিটি দিতে চেয়েও দিতে পারিনি – তুমি কী টের পেয়েছ কখনো?
দূরে থেকেও আমি আছি তোমাতেই …তোমাকে জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা…
বৃষ্টি ফোঁটা গায়ে মেখে নিও!!!
Source: BAH( Bangladesh Against Homophobia)