জীবনসঙ্গী

আমরা দুই ভাই। নিজের কোন আপন বোন নাই। চাচাতো বোনরে কাছেই মানুষ। ওই বোনের সাথে থাকতে থাকতে নিজের মধ্যে মেয়েলি আচরণ গড়ে ওঠে।আমাদের সমাজে প্রচলিত তথাকথিত মেয়েলী আচরণের সাথে জড়িত এমন কোন কাজ নেই আমি পারিনা। নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত বাসায় সব স্বাভাবিকভাবেই নিছে। এখন নেয় না। আগে সেক্স বুঝতাম না ভালোভাবে। যখন বুঝতে শিখলাম তখন থেকে নিজেকে জানতে চাইলাম আমি কি। কলেজে এসে ধীরেধীরে নিজের জানাশোনার বিস্তৃতি ঘটলো। আমার উপলব্ধি হলো আমি একইরকম ভাবে ছেলে এবং মেয়ে দুজনের প্রতি আকর্ষণ করি। ছেলেদের প্রতি আকর্ষণবোধটা সাময়িক সময়ের এবং কিছুদিন যাবৎ এ আকর্ষণবোধটা কমে যাচ্ছে । সবশেষে এখন আমার মনে হয় এ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে একজন মেয়েকেই প্রয়োজন। মানে এমন একজন মেয়ে যে মেন্টালি পুরুষ কিন্তু ফিজিক্যালি নারী। যে আমার মেয়েলী আচরণ, মেয়েদের মত সাজগোজ, চলাফেরা এসব প্রশ্রয় দিবে। আমি চাই এরকম কারও সাথে আমার পরিচয় ঘটুক। জানিনা পাবো কিনা। তবুও চেষ্টা করি। নয়তো হয়তো কাউকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না।

Source: BAH (Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.