টুকটুকে লাল বউ

প্রিয়তমা,

আমার কিপটেমি দেখে তোমার অনেক হাসি পায় তাইনা? কিন্তু টাকা তো জমাচ্ছি আমাদের ভবিষ্যতের জন্যই। আর মাত্র একটা পরীক্ষা, এরপরেই উড়াল দেবো ইনশাআল্লাহ। তোমাকে নিয়ে পালাবো আমি, আচ্ছা, তখন যদি তুমি যেতে না চাও? তোমাকে কিডন্যাপ করে স্যুটকেসে ভরে নিয়ে যাবো…

ভয় পেলে? ভয়ের কিছু নেই। মজা করলাম। আমার ভালোবাসা উপেক্ষা করার শক্তি তোমার আছে কি?

আমি জানি, পরিপূর্ণ প্রস্তুত হয়ে যেদিন আসবো, সেদিন ফিরাবে না। এখনও এই অধমের যত অত্যাচার তুমি সহ্য করো, সেটারও তো কোন তুলনা হয়না। কাজের চাপে খোঁজ নিতে পারিনা, মেজাজ খিটখিটে হয়ে অনেক সময় অনিয়ন্ত্রিত রাগ ঝারি তোমার ওপর, তুমি শুধু অভিমান করো, আমাকে ছেড়ে যে যাচ্ছোনা, এতে করে তোমার কাছে আমার ঋণ কত হলো বলো তো?

কথা দিচ্ছি, সুদে আসলে সব শোধ হবে একদিন।

জানো, যেদিন আমার ফ্ল্যাট্মেট যেদিন বাবামায়ের অমতে তারই এক কলিগকে বিয়ে করলো , আমি দায়িত্ব নিয়ে বিয়ের আয়োজন করেছিলাম, টুকটাক আয়োজনের ফাঁকে  অন্য কলিগদের মজা করা দেখে মনে হচ্ছিলো, স্ট্রেইট কাপল হলে বিয়ের ব্যাপারটা কত প্রশংসনীয় হয়, কিন্তু তোমাকে যদি আমি বিয়ে করতে চাই, সেটা তো শুধু অসম্ভব না, বেআইনীও। মা বাবাকে যদি কোন রকম রাজিও করাই, সমাজ আর সামাজিকতার ভয়ে উনারা গোপন করে রাখবেন ব্যাপারটা। কী আজব ব্যাপার, তাই না?  

ও হবু বউ,  আমরা দুইজন দুইজনকে এত ভালোবাসি, এত করে চাই, বাংলাদেশের অনেক গড়পড়তা ছেলের চেয়ে বেশি উপার্জন আর মজবুত একটা সামাজিক অবস্থান থাকার পরেও তোমাকে বউ হিসেবে কাছে পেতে হলে কতকিছু চিন্তা করে আগাতে হচ্ছে।

শোনো, সমুদ্রের পাড়ে আমাদের ফটোসেশনের কথা মনে আছে? কোরাল স্টেশনের খাবারটা অনেক মজার ছিলো না? আমার কাছে অবশ্য তোমার চুমুর চেয়ে আর কিছু বেশি মজা লাগে না । এই লাইনটা পড়ে লজ্জায় তুমি লাল হয়ে গিয়েছো নিশ্চয়ই, আমার টুকটুকে লাল বউটা তোমার জন্য অনেক আদর।

তোমার নরম তুলতুলে শরীরটা মিস করছি। শরীরের প্রেমকে ছোট করে দেখছো? সে তো নয়, মনের সাথে মনের চূড়ান্ত মিলন হলেই সে মিলনের ঝাপটা শরীরে তো লাগেই। আসো না, এই মধ্যরাতে আমার বালিশ হয়ে যাও।

ইতি-

তোমার ঘুমকাতুরে বাবু

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.