
প্রচন্ড পরিমাণ হতাশ আর বিরক্ত হয়ে গেছি আমি। জীবনকে এখন রীতিমতো অসহ্য লাগতে শুরু করেছে। জীবনে সঠিক উদ্দেশ্য, সঠিক রাস্তা, সঠিক ব্যক্তি, সঠিক প্রাপ্তি কোনটাই যেন হয়ে উঠছেনা। প্রতিদিন চারপাশে এত হতাশার গল্প শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজের জীবনেও শুধু অপ্রাপ্তি। যদি সত্যিই আমাকে আমার মত করে কেউ চাইতো তবে হয়তো গল্পটা ভিন্নও হতে পারতো। এই জগতে সবার হাতে এত অপশন কেন? আসলেই কি সত্যিকারের কোন ভালোবাসার অনুভূতি পৃথিবীতে বিদ্যমান? নাকি শুধুই ছলনা! কই আমি আজও কোথাও, কখনও, কারও মধ্যে আমার কাঙ্ক্ষিত ওই প্রেম, ওই অনুভূতি, ওই ভালোবাসা খুঁজে পেলাম না। সবই সাময়িক আবেগ, সময় কাটানো মাত্র। কেন এ জীবন পেলাম আমি! এটা কি জীবন নাকি শাস্তি! বিষাক্ত হয়ে উঠেছে জীবন, জীবনের প্রতিটা মুহূর্ত। মুক্তি চাই, নয়তো মৃত্যু।
Source: BAH( Bangladesh Against Homophobia)