
আমি খুব ছোট থেকেই ছেলেদের মতো চলতে, পোশাক পরতে পছন্দ করি। ছেলেদের মতই হাটি। সিনেমার হিরোর ক্যারেক্টার আমাকে বেশি আকৃষ্ট করে। আমি শারীরিকভাবে একজন মেয়ে। কিন্তু খুব ছোট থেকেই আমি চাইতাম সবাই আমাকে ছেলে হিসেবেই দেখুক। জীবনে প্রথম ক্লাস ৮ এ এক ক্লাস্মেটের প্রতি আবেগ জন্মায়, সম্পর্ক হয় কিন্তু আমাকে লেসবিয়ান ভেবে তার পরিবার আমাদের আলাদা করে দেয় এবং তাকে বিয়ে দেয় অন্য জায়গায়।একটা সময় নিজের ছেলে মানসিকতার থেকে আমি আরো একটা মেয়ের প্রেমে পড়ি৷ আমাদের সম্পর্ক ৭ বছর পার হয়। আমি ছোট খাটো একটা চাকরী করি। কিন্তু মেয়েটির পরিবার আমাকে আগের ঘটনার মতোই দেখে। যার সাথে আমার সম্পর্ক সেও আমাকে নিয়ে খুব মানসিক চাপে আছে।রাকে বিয়ের জন্য প্রেসার দেয়া হচ্ছে। এক বড় বোন বুদ্ধি দিলেন ইন্ডিয়া থেকে সার্জারী করাতে। প্রিয় মানুষটা আশার আলো খুজে পেলো। কিন্তু এতো টাকা মাত্র দশ হাজার টাকা চাকরীজিবির পক্ষে জোগাড় করা সম্ভব না। তাছাড়া এই সার্জারীর ব্যাপারে আমার সঠিক জ্ঞান নেই।কিছুদিন পর হয়তো ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে। হয়তো আমি আজীবন ঘরের এক কোনে একা পড়ে থাকবো। এই মেয়ে শরির টার মধ্যেই হয়তো দাফন হয়ে যাবে আমার ভালোবাসা।
Source: BAH ( Bangladesh Against Homophobia)