
আমার বয়েস ১৭।খুব রক্ষনশীল পরিবারের মেয়ে।আমি নামায রোজায় রেগুলার হলেও এমন কিছু বিষয়ের মুখোমুখি হচ্ছি যা আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে।স্কুল জীবনের শেষের দিকে আমি উপলব্ধি করি আমি ছেলেদের পাশাপাশি মেয়েদের দিকেও আকৃষ্ট হচ্ছি।সমকামী মনোভাব আমার মাঝে ফুটে ঊঠছে। নানা কারণে স্কুল জীবন ভালো যায়নি।বিশেষত বিতর্ক দলে বাদ পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।আমার বন্ধু নেই।স্কুলে পরিচিত মুখ হলেও কারো সাথেই আন্তরিক সম্পর্ক গড়ে ওঠেনি।শিক্ষকদের নানা কথার আঘাতে স্কুল দুর্বিষহ ছিলো আমার কাছে।এসএসসি পরীক্ষায় ভালো রেসাল্ট হলেও আশানুরূপ নাম্বার পাইনি।প্রথমটায় খারাপ না লাগলেও পছন্দের কলেজে সুযোগ না পাওয়ায় বেশ খারাপ লেগেছে নিজের কাছে।এখনো মনে করে কাদি।নিজেকে দোষারোপ করি।ওই কলেজে পড়ছে যারা তাদের দেখলে খুব সুখী মনে হয়।নিজের ভেতর ঈর্ষা কাজ করে।যে কলেজে পড়ি সেটা মেয়েদের কলেজ।সেখানকার রূপসী মেয়েদের প্রতি আমি আকৃষ্ট।ক্লাস না করে ওদের দিকে তাকিয়ে থাকি।আমি জানি ধর্মমতে পাপ, তবুও নিজেকে সংযত করতে পারছি না।আমি ভয়ানক নিঃসঙ্গ।সমবয়েসি কারো সাথেই তেমন যোগাযোগ নেই আমার।তাছাড়া চারপাশের প্রত্যাশার বোঝা অনেক বেশি।আশানুরূপ কিছু করতে পারবো না জীবনে এই দুশ্চিন্তা আমাকে গ্রাস করে প্রায়শই।সব মিলিয়ে গত ৩/৪ বছর ধরে বিষন্নতায় ভুগছি। আমার ভেতরে দুটো সত্বা কাজ করে।একটা খুব রক্ষনশীল। অন্যটা উদারমনা।এ দুয়ের দোটানায় আমি বিপর্যস্ত।সব সময় মনে হয় আমি প্রতারণা করছি দুটো সত্বার সাথেই।আমি নিজেকে গৃহবন্দী করার পর বাবা মায়ের নজরে আসে বিষয়টা।তারা মনোবিদের শরনাপন্ন হোন।গত ৬/৭ মাস ধরে সাইকিয়াট্রিস্ট এর পরামর্শে ওষুধ সেবন করছি।তাকেও আমি এসব কথা বলতে পারিনি কেননা বাবা মা সাথে ছিলেন।ওষুধ সেবনের পর তুলনামূলক ভালো অনুভব করলেও সবকিছু মনে হলে নিজেকে অপরাধী মনে হয়।সংস্কৃতিক অঙ্গনে আমি শহরের পরিচিত মুখ।এসবের সাথেও ধর্মের বিরোধের জায়গা আমাকে ভাবায়।তাছাড়া কলেজের পড়াশোনার চাপ তো আছেই।আমি ছাত্রী হিসেবে ভালো হলেও ইদানীং হতাশ হয়ে পড়ছি।মনে হচ্ছে আমি আর পারবো না পড়তে।মানসিকভাবে বিপর্যস্ত থাকায় বড় গ্যাপ পড়ে গেছে পড়ার মাঝখানে।এখন কুলিয়ে উঠতে পারছি না সব পড়া। এই দ্বন্দ্ব টানপোড়নের জীবন থেকে আমি মুক্তি চাই।পরিবারে বলা অসম্ভব। আমি এখন কী করবো?
Source: BAH ( Bangladesh Against Homophobia)