দেবী

সালটা ২০১৩ … আমি তখন ইন্টার শেষ করে এডমিশন দিবো…২০১৩ র আগেই অবশ্য খানিকটা আচ করতে পেরেছিলাম আমার সেক্সুয়াল প্রেফারেন্স… আমি লেসবিয়ান… আমি প্রেম করার জন্য কখনোই ডেস্পারেট ছিলাম না… হঠাৎ এডমিশানের প্রিপারেশান  চলাকালীন আমার জীবনে এলো একটা ঝড়…হুম ঝড় ই বলছি কারণ তার জন্য আমি সারা দুনিয়ার চোখে পাগল প্রমাণিত হয়েছিলাম…তার নামটা বলবো না তবে আমি তারে আজও দেবীর আসনেই বসিয়ে রেখেছি… 🙂

হোস্টেল লাইফে তার সাথে আমার পরিচয়, সখ্যতা আর মাসখানেকের সংসারও হয়েছিল… কিন্তু পরিণতি এতটা ভয়ঙ্কর জানলে আমি মরে গেলেও এগোতাম না… মাঝপথেই সে আমারে ছেড়ে দিল… ফ্যামিলি জানলে তারে মেরে ফেলবে এই কারণে, ফ্যামিলির খুশির জন্য আমারেই স্যাক্রিফাইস করলো, দ্বিতীয়বার ভাববার দরকার পড়েনি তার… আর আমি সুইসাইডাল কাজ কারবার করেছিলাম কিন্তু মরি নাই আর এখন চেষ্টাও করি না…তার বাবা আমারে আজও পাগল ভাবে, ভাবে তার মেয়ের ব্রেইনওয়াশ করেছিলাম আমি…আমার চিন্তাধারা সিক… ব্লা ব্লা ব্লা… যাইহোক তারপর দুই বছর আসলেই আমি পাগল ছিলাম তার ছেড়ে যাওয়ার কারণে… কিন্তু যখন জানলাম আমি প্রতিটা সময় যখন তারে পাগলের মত মিস করি তখন সে ভার্সিটিতে চান্স পেয়েই এক ছেলের সাথে রিলেশানে জড়িয়েছে এবং সে আমারে বলেছিল সে নাকি লেসবিয়ান না, আমি শুধু তার ভূল ছিলাম.।।তখন আমার মাথায় জিদ চেপেছিল… তাই আমি আবার নতুন রিলেশানে জড়ায় কিন্তু ভালবাসাটা আর ঠিক হয়ে ওঠেনি… কিন্তু সেকেন্ড রিলেশান ও টেকেনি…কারণটা অবশ্য আমি ছিলাম না…যার একসাথে একাধিক মেয়ে লাগে তার সাথে আর যাই হোক সংসার করার কথা চিন্তা করা যায় না… আমি আগে যদি তার ক্যারিক্টারিস্টিক্স গুলো বুঝতাম তাহলে জড়াতামই না…প্রথম ভালবাসার মত ভালবাসতে পারিনি কখনো কারোরে কিন্তু আমি বরাবরই লয়াল ছিলাম… যাইহোক তারে আমি ছেড়ে দিলাম…তারপরও আমার জীবনে কেউ এসেছিল যার কিছু বৈশিষ্ট্য দেবীর মত…ধীরে ধীরে পরিচয়ের দেড় বছরের মাথায় তার সাথে একটা সম্পর্ক হলো… তার সাথেও সংসার চাইলাম কিন্তু ওই যে বললাম দেবীর মত তাই সেও ফ্যামিলির কজ দেখিয়ে চলে গেল…কয়েকদিন আগে আমি তারে ম্যাসেজ করেছিলাম সে ভাল আছে কিনা…কারণ আমি প্রায়ই তারে নিয়ে খারাপ স্বপ্ন দেখছিলাম তাই জাস্ট আস্ক করেছিলাম ম্যাসেজে সে ঠিক আছে কিনা…কিন্তু রিপ্লে এলো ‘আই হ্যাভ মুভড অন’… বুঝলাম সে ভালই আছে নতুনের সাথে…আমি চুপ ই রইলাম…চুপ ই রইবো…শুধু মাঝে মাঝে বুকের মধ্যে একটা ঝড় ওঠে আর প্রশ্ন জাগে কেন আমার সাথে প্রতিটাবার কেন…?? আমি এখন আর ভালবাসা চাই ই না…দেবীর দেয়া কষ্ট পাওয়ার পর পৃথিবীর আর কোন কষ্টকেই প্রবল মনে হয় না…শুধু কিছু ‘কেন’ র উত্তর খুঁজি…এখন একাই থাকি…ফ্যামিলি বিয়ের জন্য, জবের জন্য মাঝে মাঝে বলে…বিয়ে তো মরে গেলেও করবো না…করোনা পরিস্থিতি কেটে গেলে জব খুঁজবো… কোন দিন ক্যারিয়ারে ভাল পজিশানে দাঁড়াতে পারলে একটা বাচ্চা নেয়ার ইচ্ছে আছে… কিন্তু এখন একটা জিনিস খুব মিস করি… একটা ভাল বন্ধু…আমার পরিচিত আছে মানুষ আছে অনেক কিন্তু এরকম কেউ নাই যার সাথে সব কথা শেয়ার করতে পারবো বা তার কথা শুনবো…একজন ফ্রেন্ড আছে যারে আমি সব বলি কিন্তু তার সাথে বেশিদিন আর কথা বললে কিছু কমপ্লিকেশান আসবে… ট্রু ফ্রেন্ড বলে কিছু আছে কিনা জানিনা তবে আমার জীবনে

এরকম কেউ নেই…অবশ্য না থাকলেও বেঁচে থাকা শিখে গেছি, আর থাকলে বেঁচে থাকাটা কিছুটা সহজ হয় আর কি… 🙂

আমার প্রাক্তনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই – ‘কর্মফল বলে একটা কথা আছে’, তবুও তোমাদের জন্য সর্বদা শুভকামনা…কখনো আমারে কোন বিপদে ডাকলে পাশে পাবে, প্রাক্তন হয়ে নয় , শুভাকাংখী হয়ে থাকব।।

এই কমিউনিটির সবার জন্য রইল অনেক অনেক ভালবাসা এবং শুভকামনা ।।

Source: BAH ( Bangladesh against homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.