
আমি নিজেও জানিনা আমার সেক্সুয়ালিটি কি। আমার মতোন ভীতু মানুষ আমার মনে হয় না এ-ই দুনিয়াই আছে। এমন অবস্থা হয়ে গেছে আমার এই ২১ বছরের ছোট্ট জীবনে।কি চাই নিজেও জানিনা। ছেলেদের দেখলে বিন্দু মাত্র ক্রাশ খাওয়ার অনুভব আসে না। আবার সুন্দর মেয়ে দেখলে ঠিক ই ক্রাশ খাই। কিন্তু সমকামিতা আমার কাছে অনেক বেশী cringe লাগে। আমি দূঃঃখিত এই শব্দটা ব্যবহার করার জন্যে। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনাই। নিজেকে নিয়ে এত দ্বিধা দ্বন্দে আছি। এক লেসবিয়ান মেয়ের সাথে ৫-৬ দিন মেসেঞ্জারে কথা বলেছিলাম কিন্তু আমি একদম ই সেইফ ফিল করি নাই। পিক চাওয়া, মিস করা মানে ৫-৬ দিনের মাথায় কিভাবে কি! আর কথা বলার সময় মনে হয়েছে এটা আমার সাথে যায় না। জীবন সঙ্গী হিসেবে আমি একজন ছেলের বিকল্প কোনো কিছুই মনে করিনা। কারন সংসার করা, মা হওয়া এগুলার অনেক সখ আমার। কিন্তু কথা হলো আমি ছেলেদের মধ্যে কোনো ভাবেই কোনো প্রকার আকর্ষন খুজে পায় না,আবার সুন্দর মেয়ে দেখলেই ক্রাশ খাই। কিন্তু সে যদি লেসবিয়ান হয় আমি উল্টা দৌড়। মানে চেষ্টা করি ২০০ গজ দূরে থাকার তার কাছ থেকে। গত কালকে আমার এক পরিচিতার বিয়ে হয়ে গেল। অনেক ভালো বন্ধুত্ব তার সাথে আমার।কথা দিয়েছিল করোনা গেলে একদিন চা খেতে নিয়ে যাবে যেহেতু আমি চা অনেক পছন্দ করি। কাল একজনের মাধ্যমে জানতে পারলাম তার বিয়ে হয়ে গেছে। বিয়ের ছবিও দেখলাম।বেনারসি তে অনেক সুন্দর লাগছিল। খুব কান্না পাচ্ছিল। আমি জানিনা কেন। শুধু মনে হচ্ছিল তার সাথে আর হয়তো চা এর সাথে আড্ডা দেওয়া হবেনা, একসাথে সন্ধ্যায় হালকা বাতাসে হাটা আর হবেনা। জানি আমার বয়স অনেক কম এখন। হয়তো নিজেকে পরিবর্তন করতে পারবো সময়ের সাথে। But I’m gonna miss her so much…
Source: BAH ( Bangladesh Against Homophobia)