
আমার পরিবারের কাছে মেয়ে মানে প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দিয়ে দেওয়া। এই মেয়ের কিছুই করার দরকার নেই। মেয়ে হয়ে কি আর করবে? ছোট থেকে যেমন তেমন যেকোনো জায়গা থেকে কোনো রকম কলেজ পর্যন্ত পড়ালেখা করিয়েছে, ইউনিভার্সিটিতে উঠার পর এখন বিয়ে দিবে।
পাত্র পক্ষ রাজি হওয়ার পর আমি বিয়েতে রাজি না হলে বাসায় অশান্তি সৃষ্টি হয়। বাবা আমার মার উপর না না রকম দোষ চাপিয়ে দেয়। যে মার জন্য মেয়েটা এমন। মানসিক অত্যাচার শুরু হয়ে যায়।
আমি একজন লেসবিয়ান। ছেলেদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছারা আমার তাদের প্রতি আর কোনো রকম সম্পর্ক হয়ে উঠতে পারে না। মন থেকেই আসে না। আমি একজন মেয়ের সাথে সম্পর্ক করেছি। কখনো ছেলের সাথে জড়াই নাই। এমনকি বাসা থেকেও মানা ছিল। কারন মান সম্মান নষ্ট হয়ে যাবে।
এখন আমার বিয়ের বয়স হয়েছে বিধায় বাসায় উঠে পড়ে লেগেছে বিয়ে দিয়ে দিবে। আর একটু দেরি হলে আমার জীবন নাকি নষ্ট হয়ে যাবে। সকলের কাছে বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। বাবা নাকি বাসা থেকেই চলে যাবে, সব ত্যাগ করে। তাছাড়া মার সাথে মানসিক অত্যাচার তো আছেই।
আমার বাবা এই পরিবারের কর্তা হিসাবে আমাকে কখনো উঠে দাড়াতে সুযোগ দিল না। টাকা থাকা শর্তেও না আর্থিকভাবে না মানসিকভাবে। বন্দী করে রাখলো এই জঘন্য সমাজের নিয়মনীতির মাঝে। মেয়েদের কিছুই দরকার নেই। পড়ালেখা টাও করিয়েছে খালি নামে মানুষের কাছে বলার জন্যে যে মেয়ে এতো টুক পড়েছে।
এখন আমি জীবনে অতটুকু বড় হতে পারি নেই যে নিজের টা নিজে করে খাবো। তাছারা সমাজে আমার এই কোনরকম পড়ালেখার দাম নিয়ে কোন চাকরিও দিবে না। তাছারা আমি এই পরিবারের মেয়ে হয়ে বাহিরে কাজ করলেও তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে গেলেও মান সম্মান নষ্ট হয়ে যাবে। বিয়ে দেরিতে করলেও মান সম্মান নষ্ট হয়ে যাবে। নিজের অধিকার চেয়ে আলাদা হতে চাইলেও আমি তাদের কলঙ্ক হয়ে যাবো।
আমার পরিবার এমন কেনো? আমি কোনো সাপোর্ট পাই না কেনো? পড়ালেখার মূল্য ও সঠিক সুযোগ দিল না কেনো? কিছু হলেই আমার মা কে দোষারোপ করে কেনো?
আমার মার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে এবং করতে পারি না। আমি চলে গেলে বাবা ও বাবার সকল রিলেটিভিটিস আমার মাকে দোষারোপ করে তিলে তিলে মেরে ফেলবে। আমি আবার বাবা কে মোটেও পছন্দ করি না। আমি বিরক্ত। আমি পুরুষদের এখন আরও অপছন্দ করি। আমার সুন্দর জীবনটা কাজে লাগাতে পারলাম না। আপনারা অবশ্যই সঠিকভাবে পড়ালেখা করবেন। নিজের পায়ে দাড়াবেন।
Source: BAH( Bangladesh Against Homophobia)