
আসসালামু আলাইকুম। আমি একজন টমবয়,আমার বয়স ২০। আমি এখন অনার্স ফ্রাস্ট ইয়ারে পড়তেছি। আমার ফ্যামিলি খুব ধার্মিক এবং আমার বাবা একজন হুজুর এমন এক পরিবারে আমি একজন মেয়ে যে কিনা নিজেকে ছেলে রুপে দেখতে সাচ্ছন্দ্য বোধ করি। আমার চলাফেরা নিয়ে ফ্যামিলিতে প্রায় সময় কোনো না কোনো সম্যসা হয়ে থাকে। আমি সব সময় ছেলেদের মতো ঘোরাফেরা, ড্রেসআপ করতে পছন্দ করি এই নিয়ে বাসায় প্রায় আম্মুর সাথে আমার ঝগড়া হয়। আর আব্বুর সামনে তো ভুলেও এইভাবে চলতে পারিনা। সবকিছু নিয়ে এতোটা ডিপ্রেশনে ভুগতেছি বুঝতেছিনা আমার কি করা উচিত এখন? ইচ্ছে করে মাঝে মাঝে বাসা ছেড়ে দূরে কোথাও গিয়ে একা থাকি নিজের মতো করে শান্তিতে থাকি। কিন্তু আমি এখনো এতোটা বড় হইনি / আমার একা চলার মতো যোগ্যতাও এখনো হয়নি যে নিজে একা কোথাও গিয়ে থাকবো। আর ফ্যামিলির সাথে থাকতে গেলে আমার অনেক ঝড় মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে,তারা মাঝে মাঝে আমার এমন চলাফেরার জন্য আমাকে বিয়ে দিয়ে দিবে এমন কথাও বলে কিন্তু আমিতো কখনই একটা ছেলেকে বিয়ে করতে পারব না যেখানে আমি নিজেকে একজন ছেলে ভাবি সেইভাবে থাকতে ভালোবাসি। অনেক বন্ধুবান্ধবদের কাছে ব্যপারটি নিয়ে আলোচনা করেছি তারা একটি কথা বলেছে যেখানেই যাবে সবার আগে দরকার টাকা। টাকা থাকলে সব সম্ভব করা তারপর নিজের যোগ্যতা অনুযায়ী সব করতে পারবে। কিন্তু আমি ভাবি যদি আমার মতো কাউকে আমার সাপোর্টার হিসেবে পেতাম তাহলে হয়তো কিছুটা বেরিয়ে আসতে পারতাম এই সম্যসা থেকে। আসলে আমার এখন কিছুই মাথায় আসতেছে না আমি কি করব? কি করলে ফ্যামিলি থেকে বেরিয়ে এসে নিজের লাইফটাকে গুছাতে পারব নিজের মতো বাঁচতে পারব নাকি আমার উচিত হবেনা ফ্যামিলিকে ছেড়ে দেওয়া?? আপনার একটু পারলে আমাকে ব্যাপারটা নিয়ে সাহায্য করুন কি করা উচিত হবে এখন আমার?? আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই।।
Source: BAH ( Bangladesh Against Homophobia)