
আমি নীলু(ছদ্মনাম)।বয়স ১৮।উচ্চমাধ্যমিক ১ম বর্ষে পড়ছি।বড় হয়েছি ঢাকায়।প্রায় ৪ মাস আগে আমার সমবয়সী এক মেয়ের সাথে পরিচয় হয় একটি ফেইক আইডির মাধ্যমে,অনেক টা কাকতালীয় ভাবে।ওর নাম ছায়া(ছদ্মনাম)।ঢাকাতেই থাকে।ঢাকার একটি সনামধন্য কলেজে পড়াশুনা করে সে।আমরা দুজনেই গার্লি।তার সাথে কথা বলার এক মুহূর্তে আমি তার প্রতি দূর্বলতা অনুভব করি এবং একটা পর্যায়ে তাকে জানিয়ে দিই।সে বেশ কিছুদিন তার নিজের অনুভূতি গোপন রেখে আমাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখেছিলো।অতঃপর সেও আমাকে জানিয়ে দেয় আমার প্রতি তার ভালোলাগার কথা।জীবনের প্রথম নিজের ভালোলাগার মানুষকে পেয়ে আমি যেন আমার হারানো স্বত্তা খুজে পাই।তাকে ঘীরে আমার পাগলামী শুরু হতে থাকে।সে আমার জীবনের প্রথম প্রেম হলেও আমার আগে তার জীবনে অনেকেই এসেছিলো।ওর তুলনায় আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম বটে!সত্যিকারার্থে সে আমার প্রতি দূর্বল হতে চায়নি,মায়ায় জড়াতে চায়নি।কিন্তু আমার পাগলামীর মাত্রা এতটাই বেড়ে গিয়েছিলো যে সেও আমার প্রেমে পড়তে বাধ্য হলো।প্রথমদিকে আমাদের মধ্যে অনেক কথা হতো।তার প্রতি আমার যে কৌতুহল ছিলো,তার বিন্দুমাত্রও কমেনি।আমি তাকে প্রত্যেকদিন নতুনভাবে ভালোবাসতে চাই।কিন্তু আমার রক্ষনশীল পরিবার হওয়ায় সবসময় রাতে বা দিনে ফোন হাতে পাই না।আমার নিজের কোনো ব্যক্তিগত ফোন না থাকায় আমি তাকে ঠিকমতো সময় দিতে পারি না,এটা আমি জানি।কিন্তু আমি আমার সাধ্যমতো তার সাথে যোগাযোগ রাখি।মাঝেমধ্যে একটু এদিকসেদিক হচ্ছে। এতে সে ভীষণ কষ্ট পায়।সে চায় আমি যেন সবসময় তাকে ঘীরে থাকি।আমিও তো চাই।ভালোবাসার মানুষকে ভালো রাখতে আমিও চাই,তাকে সময় দিতে চাই।হারাতে চাই না কখনো।কিন্তু সে খুব সেনসিটিভ,এর আগেও তার বেশ কিছু সম্পর্ক ভেঙে যাওয়ায় সে আমাকে নিয়েও অনিশ্চয়তায় ভুগে।আমি তাকে বিশ্বাস করাতে চাই,আমি তাকে খুব ভালোবাসি,তাকে কখনো ছেড়ে যাবো না।হ্যা,আমার বিশ্বাস এবং সাহস দুটোই আছে।আমি আর সে দুজেই মোটামুটি ভালো স্টুডেন্ট। সব ঠিকঠাক থাকলে ফ্যামিলির এগেইন্স্টে গিয়ে একটা ব্রাইট ফিউচারের আশা আমরা করতেই পারি।আমার পরিবার থেকে আমি কখনোই প্রায়োরিটি পাইনি এবং এখনো পাই না।কোনো স্বীদ্ধান্তের মূল্যই তারা দেয় না।এ কারণে ছোটবেলা থেকেইতাদের প্রতি মায়া,অনুভূতিগুলো মরে গিয়েছে।আমি আমার পরিবারে ভালো নেই।আমার সবটুকু ভালো থাকা এখন তাকে ঘিরে।সে ভালো না থাকলে আমারও কষ্ট হয়।এখন মাঝেমধ্যে তাকে হারানোর ভয় হয়,শুধুমাত্র আমার সময় দিতে না পারার কারণে!তাছাড়া আর কিছুর কমতি ছিলো নাহ্!ইদানীংআমি ডিপ্রেশনে ভুগছি।আমার ভালো থাকা আর হচ্ছেন। নিজের প্রতি উদাসীনতা কাজ করে।বাজে একটা অভ্যাসে আসক্ত হয়ে পরছি আর তা হলো সিগারেট!প্রথমদিকে এটা শখের জিনিস হিসেবে থাকলেও এর সহজলভ্যতা আমাকে আসক্ত করে তুলছে!আমি ভালো থাকতে চাই।ওকে খুব ভালোবাসি।।
Source: BAH ( Bangladesh Against Homophobia)