পথের অজানায়

আজ থেকে লক ডাউন শুরু কিন্তু আমি এখনো রাস্তায় হ্যা এখন গভীর রাত তাও আবার একা হেটে বাসায় যাচ্ছি।

৩০/৪০কি মি পথ পাড়ি দিয়ে বাসায় ফিরতে যতটা না কষ্ট হয়েছে, তুমি যখন অবজ্ঞায় আমার মেসেজগুলো সিন করনি তখন গভীর রাতের রাস্তার আলো আধারে নিজের কষ্ট, চোখের পানি সবার থেকে লুকিয়ে রেখেছি।

আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী, যখন সভ রাগ, অভিমান ভুলে শুধু চেয়েছিলাম তোমাকে নিয়ে এবার সেটেল করব কিন্তু ভাগ্য বড় অদ্ভুত। আমি কখনো গিভ আপ করিনি, চেষ্টা করেছি কিন্তু তুমি তা করতেও দাওনি।

আমি আবেগ প্রকাশ করতে পারিনা, খুব সহজে ভালোবাসা দেখাতে পারিনা তার মানে এই না যে আমি ভালবাসতে জানিনা।

গভীর রাতে বাসায় ফিরে নিজেকে বিষন্নতায় হারিয়ে ফেলেছি। কোন কথা বলতে পারছিনা;গলাটা খুব ব্যাথা করছে,কি যেন আটকে আছে। আর কারো সামনে চোখ থেকে চশমাটা সরাতেও পারছিনা। 

তুমি /তোমরা সবাই ভাল থাকো

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.