পরিবার

নিজের পরিবার যদি সাপোর্টিভ হয়, বাইরের মানুষ কখনো সাহস পায়না আজেবাজে কথা বলার বা ইন্টারফেয়ার করার। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি! যখন আমার মা আমাকে বলেছে ‘যতক্ষণ পর্যন্ত তুই কারো ক্ষতি করতেসিস না, নিজের মত ভাল আছস, ততক্ষণ পর্যন্ত তোর জীবনযাপনের ধরণ নিয়ে আমি কথা বলব না। তোরা তোদের মত ভাল থাকলেই হয়।’ আমার মাকে আমি এখন বলি নি যে আমি সেক্সুয়্যাল রিএসাইনমেন্ট সার্জারি করব, কিন্তু কেন জানি মনে হয় আমাকে সে ত্যাজ্য করবে না এটলিস্ট। ভালবাসবে এখনকার মতনই।

Source: BAH (Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.