পাথরের চেয়ে শক্ত

It could have been a good ending, my love. But instead you chose to leave me with lies. How can you be so cruel to someone who loved you more than anything else? Who could leave anything and anyone for you? Who had done things for you that none ever done before, who used to step out of boundaries to make you happy, who used to do things to impress your family, who made you feel like to most charming person in this world, who promised to live the life with you and used to look at you with that affection even when you are in your mess? Is this your religion? You found someone from this page and then you leave? After finding out the truth by my own, here I am. Writing a poem for you. I just wish you get what you deserve. I quit. You won, I lost. Live your life with the person you chose over me.

শুরুতে কেনো তবে চলে গেলে না?

জানতে না এ ভালোবাসে পাবে না পরিণতি

অসম্ভব কে সম্ভব না করে কেনো তব প্রস্থান?

জানতে কি না এ মন যে বড় দূর্বল

আগমনে ঘটেছিলো প্রাণসন্চার

প্রস্থানে ফের মরু

আমার হৃদয় যেন এক অবহেলিত তরু

প্রান ছিল যার শুধুই তুমি।

আমি বলেছিলাম এমনই হবে

ছেঁড়ে যাবে তুমি। আমায় কাঁদাবে।

হেসেছিলে সেদিন আমার সে কথা শুনে

বলেছিলে, “থাকব সারাজিবন। রাখো দিন গুনে”

আমি তো চেয়েছি তখনই চলে যেতে

ছেড়ে তো যাবে একদিন, রেখে কি লাভ বেঁধে?

জানতাম তুমি আবারো হাসবে, জমাট বাঁধিয়ে দেবে বুক

সে হাসিতেই যেন শীতল সব, সে হাসিতেই সব সুখ।

হাসি থামিয়ে বলেছিলে, “ছাড়াতে বুঝি চাস?

জিদ্দি আমি ছাড়ব না হাত, বৃথা তোর যত হাশপাশ”

ধ্বংস করে দিয়ে শত প্রতিশ্রুতি ভেঙে দিয়ে শত পণ

চলে গেলে হেঁটে হনহনিয়ে

ভেঙে দিয়ে এ মন।

বলেছিলে তুমি জিদি প্রচুর জানতাম যদিও তা

জানতাম না যে পাথরের চেয়েও শক্ত সে মনটা।

যাবার বেলা ভয়ঙ্কর হয়ে উঠল হাসিমাখা সে মুখটি

অবলীলায় অনর্গল যে মুখ বলে ঘৃনামাখা উক্তি।

Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.