প্রথম ভালোবাসা

আগামীকাল পরীক্ষা, আমি আমার ডিপার্টমেন্টের  সেমিনারে বসে পড়ছি আর বৃষ্টি দেখছি, পরে ভাবলাম না চলে যাই, বাস ধরতে হবে বাসায় ফিরতে হবে, তো সেই ভেবে সব গুছিয়ে বৃষ্টিতেই নেমে পড়লাম, রিক্সাভাড়া না থাকায় হেটেই রওনা হলাম বাস ধরতে, তাই বৃষ্টি-স্নান টা সেই রকম হলো, পুরো ভিজে একাকার! যেহেতু আগামীকাল পরীক্ষা আর ক্যামপাসের বাস ধরে বাসায় যেতে হবে তাই এই বৃষ্টি-স্নান অতোটা ভালো লাগছিলো না, কি আর করা ভিজেই বাসের কাছে গেলাম, আমি আমার বাসে উঠে বসলাম, যে পাশে বসলাম দেখা গেলো সিটগুলো ভেজা, তাই আমার বা-পাশের আপুটাকে ডেকে বললাম আপু “আপনার পাশে কেউ বসবে? না বসলে আমি বসব! “

আপু বলল -“না কেউ নেই! ” ব্যস আমি আপুটার পাশে বসলাম।

আপু জিগ্গেস করলো-“কোন ইয়ার তুমি?”

আমি বললাম-“ফার্স্ট ইয়ার! “

আপু বলল-“আরে আমিও সেম ইয়ার!”

তারপরে কোন ডিপার্টমেন্টের, এই বাসের কিনা এসব থেকে কথাবার্তা শুরু হলো আমাদের মাঝে! ভালো লাগছিলো খুব কথা বলতে, আস্তে আস্তে আরোও অনেক কিছু নিয়েই কথাবার্তা হচ্ছিলো, একসময় আমি গান শোনা শুরু করলাম পর সে ঘুমাতে!

আমি আমার স্টপেজে নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম এমন সময় সে বলল-“চলে যাচ্ছো? “

আমি বললাম না, আমি পরেরটায় নামবো, শুনে সে আবার ঘুমাতে শুরু করল! 

আমি যখন আমার স্টপেজে নামার জন্য উঠতে যাবো, তাকে ডেকে বললাম-গেলাম, বাই! 

যখন উঠলাম আমার বুকে চিনচিন ব্যথা শুরু হলো, এমন অনুভূতি কখনোই হয়নি আমার সাথে, মনে হলো এত দ্রুত এসে গেলো আমার স্টপেজ! বুকে ব্যথা নিয়েই নেমে পড়লাম, আর বাসায় আসার পুরো রাস্তাটা তার কথা মনে করতে করতে আসলাম।

বাসায় এসেই ফেইসবুকে তার নাম দিয়ে খোঁজা শুরু করলাম, কিন্তু পেলাম না, কষ্ট হলো-কেনো যে তার আউডিটা চেয়ে নিলাম না! 

এমন অনুভব কখনোও কারো জন্য হয়নি, কেনো আমার বুকে ব্যথা হচ্ছে যখনি তার কথা মনে পড়ছে! 

যাইহোক মনে মনে আল্লাহ’র কাছে দুআ করছিলাম আল্লাহ! তুমি কালকে বাসে আবার মেয়েটির সাথে দেখা করিয়ে দিও! আমি আর একবার হলেও তাকে দেখতে চাই! 

পরের দিন পরীক্ষা শেষে সেই বাসের জন্যই গেলাম, বাস পেলাম, বাসে উঠতে যাচ্ছি এমন সময় মেয়েটি সুন্দর হাসি দিয়ে বলল-হাই!! উফফ!! আমার পুরো দুনিয়া টা অন্ধকার হয়ে গেলো তার হাসিটা দেখে!! আবার বুকে ব্যথা শুরু হলো! আমি বাস থেকে নামে গেলাম, বাস যখন ছাড়বে তখন উঠলাম, মেয়েটি আমার পাশেই বসেছে! আমার খুব কষ্ট হচ্ছিলো, কি করব বুঝতে পারলাম না, তাই স্বাভাবিক হওয়ার জন্য আমি ই কথা শুরু করেছিলাম, পরে আবার গতকালের মত কথা শুরু হলো, একফাকে তার কাছ থেকে আইডি চেয়ে এড পাঠালাম, সে এক্সেপ্টও করলো!

তারপরে আমি গান, আর সে ঘুম দিলো! আমি আমার স্টপেজে এবার তাকে না ডেকেই এসে পড়লাম! 

পরে আস্তে আস্তে আমাদের মাঝে মেসেন্জারে কথা শুরু হলো-বেশি না অল্প অল্পই।

যতবার কথা হয়, তার মেসেজ পাই আমার বুকে চিনচিন ব্যথা অনুভব হয়! আল্লাহ! কেন এমন হচ্ছে জানিনা, আমি মুসলিম, আল্লাহ কে মনে প্রাণে বিশ্বাস করি, সমকামিতা যে পাপ তাও জানি, কিন্তু আমার তো এটা আার ইচ্ছা করে হয়নি, আমি ছেলেদের সাথেও মিশেছি এজ আা ফ্রেন্ড! আমাকে একটা ছেলে প্রোপোজও করেছে, দেখতে সুন্দর, আট বছর আমার পিছনে আছে,,, but I never feel for him, not for the other guys, which should be natural!! আমি ছোটবেলা থেকেই মেয়েদের পছন্দ বেশি করতাম, ওইরকম পছন্দ না! আমি কখনোও কোন ছেলের প্রতি ফিল করিনি যেটা হওয়াই স্বাভাবিক ছিলো, কিন্তু না, হয়নি, এরমানে এই না যে মেয়েদের প্রতি করতাম, না তাও না, কিন্তু মেয়েদের অনেক ভালো লাগতো।

আমি নিজেকে স্ট্রেইট বলেই জানি, কিন্তু তাকে দেখার পর আমার ওই ধারনা…… আমি তাকে যে ভালোবেসে ফেলেছি!! সারাক্ষণ তার কথাই ভাবি! আর এখনোও বুকে ব্যথা হয়! 

আমি তাকে ফিল করি-I strongly feel for her!! And that divert into ❤️ 

আমি কখনোও তাকে এটা বলতে পারবো না, কারণ সে একজন স্ট্রেইট(মেবি) 

তাই এখানেই বলব-আমি তোমাকে ভালোবাসি মেয়ে! সবসময় তোমার পাশে থাকতে চাই, এইরকম অনুভূতি আমার কখনোও কোন মানুষের জন্য হবে না, আমি জানি, তুমিই প্রথম যাকে আমি এইরকম ভালোবাসলাম! তুমি ভবিষ্যতে কোন ছেলেকে বিয়ে করলেও আমার ভালোবাসা কমবে না, প্রথম ভালোবাসা বোধয় এনমই হয়!! তোমাকে হয়তো কখনোও আমার করে পাবো না! কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কমতি হবেনা!

শুধু এইটুকুই বলতে চাই-

“ভালোবেসে স্মৃতিতে নয়, ইতিতে রেখো,

তুমি আমার প্রথম বা দ্বিতীয় নয়, শেষ ভালোবাসা হয়ে থেকো।”

ভালোবাসি তোমায়।!!!!!… ❤

N.B:Sorry for the huge writing but it was necessary for me to share my feelings about her!

Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.