
গতবছর এমবিএ ফাইনাল দেয়ার পরপরই চাকরিতে ঢুকি। একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি ছিলো সেটা। একসপ্তাহের এসেসমেন্টের প্রথম দিনই একজনকে দেখে ক্র্যাশ খাই, সৌভাগ্যক্রমে দুজনের চাকরি হয়ে যায়। আমি দেশের একটা পাব্লিক ইউনিভার্সিটির গ্রাজুয়েট আর ও বিদেশী একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। ট্রেনিংয়ের শুরুথেকেই দৈবভাবে আমাদের বিভিন্ন কাজে মিলে যাচ্ছিলো। ও আমাকে ফলো করতো কি না জানিনা, তবে ট্রেনিং ক্লাসে ওকে ফলো করতাম, কিন্তু বুঝতে দিতাম না লজ্জায়। ও অনেক ফানি ছিলো আর আমার চেয়ে এট্রাক্টিভ! যাহোক, ট্রেনিংয়ের দু’মাস শেষ হতে না হতেই একটা অনজব এসেসমেন্টে খারাপ করার কারণে আমাকে রিজাইন দিতে হয়। ও টিকে যায়, পরে অবশ্য শুনেছিলাম যে ওকেও বাদ পড়তে হয়েছিল চারমাস যাওয়ার পর। যাহোক, চাকরিটা চলে যাওয়ার পর আমার একটা ফেসবুক পোস্টে ও চটে যায় এবং সেটা সরাতে বলে। ওকে লজিক্যালি ডিফেন্ড করতে বলায় আমাকে আনফ্রেন্ড করে দেয়। এরপর স্যরি বলার পরও ও আর ফিরে তাকায়নি। মাঝেমধ্যে ওর প্রোফাইলে ঢুকি, ওর ছবিগুলো দেখি, ইচ্ছা করে জড়ায় ধরতে, ভালোবাসা পেতে… রাশেদ, তুমিকি আমাকে মিস কর???
Source: BAH ( Bangladesh Against Homophobia)