
এই প্লাটফর্মে আগেও একবার লিখেছিলাম। ২০১৯ এ। একটি চিঠি। To my future girlfriend ( hopefully wife)দারুণ কিছু রেসপন্স পেয়েছি। অনেকেই শুভকামনা জানিয়েছে।
আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ এসেছি একটা গল্প বলতে।
২০০৮ সাল।
পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হওয়া মেয়েটা জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে বন্ধুহীনতায়।
অবশ্য বন্ধু হিসেবে বই দারুণ সঙ্গ দিয়েছে বটে।
২০১৩ সাল।
কলেজ জীবন। প্রথম হোস্টেলে থাকা।আর প্রথম বন্ধুত্বটাও হয়ে যায় পাশের রুমের মেয়েটার সাথে।
সে আমার ডাকনাম দিয়েছিলো মায়াবী। প্রথম কারো থেকে পাওয়া ডাকনাম আমার। বর্ষার প্রথম কদম ফুল। সেটাও।
অনেক প্রথমের সাক্ষী আমার ২০১৫ সাল।
প্রথম মোবাইল হাতে পাওয়া টাও তখনই। যদিও বাটন ফোন।
কিন্তু কোথাও যেন একটু খটকা লাগতো আমার। বন্ধুত্ব কি এমন হয়?
অন্য কারো সাথে কথা বলতে দেখলে অভিমানে দূরে সরে যেতো সে।
প্রথম পাওয়া বন্ধু আমার। আবেগটা তাই বেশিই ছিল। বিশ্বাস টাও।
একরাতে তাকে বললাম আমার জীবনে ঘটে যাওয়া ২০০৮ এর ঘটনা।
শুনে সে ভীষণ কাদঁলো। আমার জন্য এভাবে কাউকে কাঁদতে দেখিনি কখনো।
খারাপ লাগছিলো ভীষণ। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল বন্ধুত্ব টা কি সে ভেঙে দেবে!
নাহ! তা সে করেনি।
অনেক ক্ষণ চুপ ছিলাম।হঠাৎ সে বলে উঠলো- আমি কি তোমায় চুমু খেতে পারি?
আমার বিস্ময় ভাঙার আগেই ঠোঁটে তার স্পর্শ টের পেয়েছিলাম।
বাকি দিনগুলো ভালোই কাটছিল।
সম্পর্কের কোনো নাম ছিল না। তবে একসাথে কেটে যাচ্ছিল দিনগুলি।
২০১৫ সাল।
Source: BAH ( Bangladesh Against Homophobia)