
সংসার ব্যাপার টা আমাকে কখনোই টানে না। কখনো স্বপ্ন ও দেখিনা আমার কেউ থাকবে, কিংবা কেউ আমার একান্ত কাছের মানুষ হবে। নাহ এসব আমার চাই না। আমি জানি আমি যাকে চাইবো তাকে নিয়ে আমার লড়াই করার সাহস হবে না কখনোই। কখনোই তার হাত ধরে প্রকাশ্যে আমি ঘুরতে পারবো না। শুধু ভালোবাসি বলে দিলাম আর সে আমার নিজের মানুষ হয়ে গেলো এমন ভালবাসা আমি বাসতেই চাইনা।
তবে আমারো মন খারাপ হয়, ভিষণ কান্না পায়, কিন্তু কান্না গুলো গলার কাছে এসে আটকে যায়। খুব করে তখন এমন একজন কে প্রয়োজন হয়, যে বুঝবে আমার মন খারাপ, আমার কান্না পাচ্ছে, কিংবা আমার ভালো লাগছে না কিছুটা সময় সে থাকুক। এই মানুষ টা যে ভালোবাসার মানুষ-ই হতে হবে এমন নয়। আমি ভালোবাসার মানুষ চাইনা কখনোই, বন্ধু চেয়েছি। যাকে মন খারাপের গল্প টা অনায়সে বলে দিতে পারবো।কিংবা যাকে দিব্যি বলতে পারবো আজ কথা বলতে ইচ্ছে হচ্ছে না । সেও বুজে নেবে আমার কিছুটা সময় একা থাকা প্রয়োজন। আবার তাকে বলতে পারবো ভাল্লাগছে না আজ সারা রাত গল্প করবো। সেই সম্পর্কটা বন্ধুত্বের হোক। যার কাছে লুকানোর কিছু থাকে না ।
Source: BAH (Bangladesh Against Homophobia)