
আমি ভয়ংকর ডিসফাংশনাল এক ফ্যামিলি থেকে বিলঙ করি। বাবা একনায়কন্ত্রে বিশ্বাসী। ছোটবেলায় কাজের মেয়ের কাছে নিয়মিত মলেস্টেড হতাম, মার খেতাম যখন বাবা মা কাজে যেত, কাজের মেয়ে যাওয়ার পর বাবার কাছে একটা কথা বলার জন্যেও মার খেতাম। এখন অব্দি এরকমই চলছে।
প্রচন্ড শারীরিক ও মানসিক টর্চারের পর ভার্সিটি এসে একটু যেন মুক্তি পাই। এখনো বাইরে যেতে এলাউড নই আমি। কিন্তু এখন ক্যাম্পাস দূরে থাকায় একটু নিশ্বাস নেবার সুযোগ পাই।
ভার্সিটি তে প্রথম অনুভব করি যে আমি মেয়েদের প্রতিও আকৃষ্ট। যেই বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম তার সাথে আমি নিজেই বন্ধুত্ব নষ্ট করি।
তারপর এক রেস্টুরেন্টে টিশার্ট পড়া (টমবয়) এক মেয়েকে ভালো লেগে যায়। তাদেরই দোকান ছিল, তো একটু আলাপ জমিয়ে নাম ধাম কিছু না জেনেই বাসায় চলে আসি। আর ওখানে যাওয়া হয়নি।
বাবার দেওয়া মানসিক যাতনার পাশাপাশি আমি একটু বোকা ও বটে। ছোটবেলা থেকে কারোর সাথে মিশতে দিতোনা বিধায় বড় হয়ে অনেকেই আমাকে নিয়ে মজা নিতো, ইচ্ছেমতো বুলি করতো।
এখন একটু কনফিডেন্স এসেছে। জব টা পেয়ে গেলে আমি পরিবার থেকে বহুদূরে যেতে চাই।
Source: BAH (Bangladesh Against Homophobia)