বাঁচতে ইচ্ছে হয় না

আমি রিদম (ছদ্দ নাম)। একজন ট্রান্সম্যান। বাবা মা এর একমাএ সন্তান। বর্তমানে গ্রেজুয়েশন শেষ করে বেকার ঘুরছি চাকরির আশায়। আমার বয়স যখন ৬/৭তখন থেকেই আমার খেলার সাথী ছেলেরা ছিলো। খেলনা ছিলো পিস্তল, গাড়ি মারামারি, চোর পুলিশ অথবা কারো জামাই সাজা।  পোশাক ও ভালো লাগতো ছেলেদের।  মেয়েদের সাথে বেশি মিশতাম না। ছেলেদের সাথেই কমর্ফোট ফিল করতাম চলাফেরাতে। বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের দেখে লজ্জা পেতে শুরু করলাম।  ক্লাস  10এ আমাকে একটি মেয়ে প্রোপোজ করে তখন অবশ্য তেমন পাওা দেই নি।  কলেজ এ উঠে একটা মেয়েকে আমার ভিষন ভালো লেগে গিয়েছিলো একটা সময় বলেও দিলাম মনের কথা মেয়েটাও রাজি হয়ে পরে ৪বছর সম্পর্কে ছিলো। বাস্তবতা আর তার কিছু চরিএের কারনে তার সাথে আমি থাকতে পারি নি।  এর পর আমার কাজিনের সাথে (মেয়ে) আমার হুট করেই একটা সম্পর্ক তৈরি হয় যার কোনো নাম ছিলো না।  কিন্তু আমার কাছে আসতে তার খুব ভালো লাগতো এবং আমিও সুযোগ টা দেই কারন যাকে ভালোবেসেছিলাম তাকে তো পেলাম না ভুলতে তো হবেই।  তার দ্বারাই তার এক বান্ধবীর সাথে পরিচয় হয় এবং ভালো লাগা শুরু হয় তার বান্ধবীকে। এই ভালোলাগা আমার কাজিনের প্রতি কখনো হতো না। তার বান্ধুবির সাথে পরিচয় হওয়ার কারনে বমার কাজিন সেটা শয্য করতে পারে নি কারন সে আমাকে পছন্দ করতো।  এখন তার বান্ধবীর সাথেই আমার সম্পর্ক চলছে আমার। সম্পর্কের আজ ২বছর পেরিয়ে যাচ্ছে।  কিন্তু বর্তমানে আমি কিছু বিষয় মেনে নিতে পারছি না।  তাকে আমি এতটাই  ভালোবেসে ফেলছি যে সে আমার হবে না শুনলেই আমার শয্য হয় না।  কেমন যেনো মানুসিক রোগীর মতো করি ।  সে আমাকে অনেক অপমান করে।  নিজের সম্পর্ক টাকে তুচ্ছতাচ্ছিল্য করে। সবার সামনে অপমান হতে হয়।  আমার কাছে মনে হয় সামাজিক ভাবে আমি ছেলে না বলে আমাকে এতো অপমান করে।  আমার অনেক কস্ট হয়।  এখন এটা এতো বেশি হচ্চে যে আমার শুধু আত্তহত্যা মাথায় ঘুরে। বাচতে ইচ্চে হয় না।  আমি ওকে ছাড়তে পারবো না কিন্তু ও ছেড়ে দিলে সত্যি বাচবোও না।  এখন মনে হয় আমার প্রতি ওর কোনো টান মায়া নেই।  আছে শুধু খোব।  

কি করবো বুঝতে পারছি না আমি মানুষিক এবং শারিরীক ভাবে একজন পুরুষ।  আমার সওা আমি জানি তবে এইটা সম্পূর্ণ আল্লাহর দান আমি নিজের ইচ্চে অনুযায়ী এমন না।  আমার পহ্মে সম্ভব না একটা ছেলেকে জীবন সংগী করা।  কতা কিংবা কার্যকর্মে  ছেলে মেয়ে নির্ধারন করা থাকে না তাও এই কতা আমি শুনেই যাই। কিন্তু একটা ছেলে যেরকম সম্মান, ভালোবাসা পায় একটা মেয়ের থেকে আমি পাই না আমাকে প্রতি স্টেপে বুঝানো হয় আমার মধ্যে কমতি আছে।  এরপরই আমি ড্রিপরেশনএ ভুগি। আমি আসলে কি করবো বুঝতে পারছি না।  আমি যখনিই বুঝতে পেরেছি আমি একটু ব্যাতিক্রম  এই সমাজ আমাকে মেনে নিবে না, তখনই নিজেকে পরিবর্তন করার চিন্তা করছি নিজের জন্য। কারন এভাবে বাচতে ইচ্ছে হয় না 

I hope you all gonna support me.

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.