
কিছু দিন আগে আমার জীবনের কিছু অংশ আপনাদের বলেছি। https://www.facebook.com/230763816998554/posts/3347284948679743/
ক্লাস সিক্সে যখন ভর্তি হয় তেমন কোন বন্ধু হয়নি আমার। আমার স্কুলটা বয়েজ স্কুল ছিল।যাইহেক সেভেন যখন উঠি তখন দুই’ একজনের সাথে আমার বন্ধুত্ব হলো।তাদের মাধ্যমে পরিচয় হলো আামার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির। এখন মনে হয় যদি আমাদের দেখানা হতো অনেক ভাল হতো। ওর আর আামার বাসা পাশাপাশি ছিল। যার কারনে ওর সাথে সম্পর্কটা আনেক তাড়াতাড়ি ভালো হয়। আগেই বলেছি ওর মাধ্যমে একটা ফ্রেন্ড সারর্কেল মধ্যে ঢুকি। যাদের কাছ থেকে আপমান বুলিং সব কিছুই পেয়েছি। কিন্তু ও সবার চাইতে আলাদা ছিল যেখানে সবাই আমাকে নিয়ে মজা করা নিয়ে ব্যাস্ত সে আামাকে খুশি করানোতে ব্যাস্ত।আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হতে থাকি। মাঝ একটি মেয়ের সাথে রিলেশন হয়। সেটা শেষ হয়ে যায় বিভিন্ন কারনে।এখন আসি আমাদের কথাই যাইহোক একটা সময় আামাদের মধ্যে সম্পর্কটা হলো। কতো স্মৃতি একসাথে ছিল। এখন সেগুলো নিয়ে বেঁচে আছি।সারাদিন ওর সাথে থাকাহতো আমার শুধু খাওয়ার আার গোসল এর সময় বাসায় আাসা হতো আামার। একটা স্মৃতি সবচেয়ে আনন্দ দেয় সেটি হলো তখন আমি পড়ালেখার জন্য অন্য জায়গায় চলে যায়।ভালোবাসা দিবষে হাঠাৎ করে এসে আমি ওকে সারপ্রাইজ দেয়। সেদিন রাতে ওর বাসায় থাকা হবে আমার। রাত এগরটার সময় আামার বাসার নিচে আসছে আমাকে নিতে তখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রথমবার প্রোপজ করে। সে ফুলগুলি এনেছিল চুরি করে। কারন তখন ফুলের দোকান বন্ধ ছিল যভাবে হোক সে আমার জন্য ফুলগুলি এনেছি। পরদিন আমি আর ও টাকাটা দিয়ে আসছিলাম। এই রকম আনেক স্মৃতিরয়েছে আমাদের। একটা সময় সবশেষে হয়ে যায় বিভিন্ন কারনে। পাগলেরমতো হয়ে গেছিলাম একদম। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি পারি নায়।এখন চেষ্টা করি কিন্তু পারি না ফ্যামিলির জন্য।নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়েছি। দশ,বারো দিন ধরে সূর্যর সাথে দেখায় হয়না আমার। নিজেকে ঘরে আটকে রাখি। বাস্তবতা মানতে কষ্ট হয় খুব। দিনশেষে বাস্তবতাটাকে নিয়ে চলতে হবে।সে মুভঅন করে ফেলেছে কিন্তু আমি পারিনি জানি না পারবে কিনা!!দেখা হয় প্রায় সময় চোখে চোখ পড়ে কিন্তু কথা হয়না। আধিকারটা নেয় আমার। যে মানুষ বাস্তবতার শিকার। সে’ই শুধু বুঝে জীবন কত কঠিন!
অনেক বড় করে লেখার জন্য দুঃখিত। কথা তেমন গুছিয়ে লিখতে পারি না। কথাগুলো বলার মানুষ নেয় তাই আপনাদের সাথে শেয়ার করি।
Source: BAH ( Bangladesh Against Homophobia )