বিরক্ত

রাত 2 টার সময় সিগারেট টানতে টানতে নিঃশব্দ কোলাহল মুক্ত পরিবেশে নিজেকে বলছিলাম,” তুই এই পৃথীবিতেও শান্তি পাবি না আখিরাতেও না।” কেন জানেন???  কারন, আমি আমার চিন্তার উপর বিরক্ত। আমার লাইফ নিয়ে বিরক্ত। এই নিষ্ঠুর পৃথীবিতে জন্ম ও মৃত্যুর স্বাদ সবাই পায়, কিন্তু জীবনের স্বাদ কয়জন পায় জানিনা মানসিক কাউন্সিলে আমাকে বার বার বলছিল যে যেকোন সমস্যা হলে বলতে। “আমরা গোপন রাখব বল! বল! বল!” আমার চোখ দিয়ে তখন জাষ্ট পানি বের হচ্ছিল। আমার ভিতর টা চিৎকার করে বলতে চাচ্ছিল কিন্তু আমি বলি নাই কেন কারন বললে তার 1-2 মিনিটের জন্য সিমপ্যাথি দেখাবে, তারপর আমার ফ্যামিলিকে inform  করবে আর যেটা খুব ভালো কাজ হবে বলে আমি মনে করি না।  আমার লাস্ট যে 2 জন বন্ধু ছিল তাদেরও হারাই আমার মানসিক গত সমস্যার জন্য। গত কয়েক বছর ধরে আমার মনের উপর দিয়ে কত ঝড় যাচ্ছে তা বোধহয়, আমি বলে বুঝাতে পারব না। আমি আজকাল অনেক কান্নার চেষ্ঠা করি বাট পারি না।  আমি কি চাই, আমি এখানে কি করতে এসেছি, আমার উদ্দশ্য কি, আমি জানি না। Anxiety-Depression দিনে দিনে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।I’m not future Teller.মাঝে মাঝে আমার জার্নালটা পড়লে এটা বুজতে পারি যে আমার শেষ কি তবে সুইসাইডের মধ্যে দিয়ে শেষ হতে চলেছে নাকি অন্য কিছু। এতটা বড় পাপ কিচ্ছু করার নেই। আমার কপালে এর চেয়ে ভালো কিছু ত নেই, অন্তত মানুষের ঘৃণার দৃষ্টি ভঙ্গি থেকে বাচতে পারবো। অবশ্য, এখন আমি আমার উপর খুব বিরক্ত নিজের উপর বমি আসে।

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.