
আমাদের সমাজ ব্যবস্থা কি কখনো সমকামীদের মেনে নিবে? আচ্ছা মেনে না নিলেও চলবে!
আমরা শুধু আমাদের মত জীবনটা সাজাতে চাই,
সারাটা জীবন কাটাতে চাই আমার ভালবাসার মানুষটার সাথে,
তারা কেউ আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবে না,
আমার পরিবারকে কখনো এটা ভাবতে বাধ্য করবে না যে আমি তাদের মান সম্মানে আঘাত করেছি,
আমার পরিবারকি এই ভয় থেকে বের হয়ে আসতে পারবে যে সমাজ কি ভাববে?
আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভালোবাসতে পারবো কোনো ভয় ছাড়া!
যাইহোক, আমি শুধুমাত্র এই সব ভয়ের জন্য পরিবারে বলতে পারছি না আমার সত্যিটা। তারা সবাই এটাই বলে যে এসব ইসলামে হারাম! এবং মানসিকরোগ মাত্র! চিকিৎসা করলেই সুস্থ হওয়া সম্ভব 🙂
এই জন্য না পারছি সইতে আর না পারছি কিছু বলতে!এইদিকে আমার বয়স ২৪। কাউকে এখন পর্যন্ত পাই নি আমার মত। আর কোনো ছেলেকে বিয়ে করে দুইজনের জীবন টা ও নস্ট করতে চাই না। ভাই রে ভাই এসব চিন্তা করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি।জানি না এর শেষ কোথায়।
Source: BAH ( Bangladesh Against Homophobia)