ভরসার হাত

যখন জীবনের টানাপোড়েন বাড়তে থাকে, বন্ধ হয়ে আসতে চায় নিঃশ্বাস, জীবনের হাজারো অলিগলি কানাগলি খুঁজে পাওয়া যায়না একটু আশার আলো, জীবন আটকে যায় চোরাবালিতে, আকন্ঠ জলে ডুবে যাওয়া জীবনে  প্রাণপণ বেঁচে থাকবার আকুতি, সমাজ, জগৎ, সংসার এ সমস্ত কিছুর চাপে অন্ধকার হয়ে আসে সমস্ত পথ, যখন সমাজ- সংসারের  বিরুদ্ধে রুখে দাঁড়াবার আকাংখা তীব্র থেকে তীব্রতর হয় কিন্তু পথের সাথী মেলেনা, যখন হৃায়ের তীব্র আর্তচিৎকারে ভারী হয়ে আসে জীবনাকাশ, যখন জীবনতরী বাইতে না পেরে মনমাঝি ক্লান্ত, শ্রান্ত,,,, তখনই আমরা একটা ভরসার হাত খুঁজি। যে হাতে হাত রেখে নির্দ্বিধায় কাটিয়ে দেয়া যাবে অনন্তকাল। আমরা খুঁজে পেতে চাই নির্ভরতার একটা কাঁধ। যে কাঁধে মাথা রেখে নির্ভাবনায় কাটানো যায় শত সহস্র রাত। আমরা খুঁজি প্রশস্ত একটা বুক, যে বুকে মাতা রেখে ভুলে যাওয়া যায় সমস্ত দুঃখ, যন্ত্রণা। শরীরজুড়ে নেমে আসে শান্তির আবেশ। আসলে আমরা প্রিয় একটি মানুষ খুঁজি, যাকে ভালোবেসে ভাগ করে নেয়া যায় জীবনের ভালো – মন্দ সমস্তটুকু। যাকে পাশে পেলে প্রাপ্তি গিয়ে দাঁড়ায় শূণ্য থেকে অসীমে।  যদি সত্যিই এমন কাউকে পাওয়া যায় তবে জীবন সুখে ভরে ওঠে কানায় কানায়। তবে যদি এমন ভরসার মানুষটাই আঘাত করে মুখোশের আড়ালে, যদি বুকে জড়িয়ে রেখে পিঠে ছুরিকাঘাত করে, ভালোবাসার খোলসে ছলনার জাল বুনে, তবে আর ঘুরে দাঁড়ানোর শক্তি থাকেনা। সাহস থাকেনা যুদ্ধে নামার। হতাশা আর অবসাদে নিঃশেষিত হতে থাকি আমরা। অনেকেই বেছে নেন অনাকাঙ্ক্ষিত পথ। এটা মোটেই কাম্য নয়। তাই আসুন বেঁচে থাকি বিশ্বাস ও ভরসায়, আসুন গড়ে তুলি ভালোবাসাময় সুন্দর একটি আগামী।  আসুন সকলে মিলে বাঁচি সত্য ও সুন্দরের সাথে।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.