ভালবাসতে ভয় পাই

ক্লাস ৮ এ থাকতে আমার ছেলেদের ভালো লাগতো।এই কথা বেস্ট-ফ্রেন্ডকে বলার পর সে বলে আমি Gay কিনা,শব্দের সাথে পরিচিত ছিলাম না, গুগল করে বিস্তারিত জানি। পড়ে তো আমার চক্ষু চড়কগাছ! এও হয় নাকি।আমি তো ভাবতাম যে কাউকেই ভালো লাগতে পারে।

কলেজে উঠে মোবাইল পাই,তারপর আইডি খুলি। একদিন Gay লিখে সার্চ করে সমপ্রেমের এক পেজ চোখে পড়ে।গল্পগুলো পড়ি, ভালোই লাগত।লাইক দিতাম।এভাবেই এক আইডি রিকুয়েষ্ট দেয়।ফেইক দেখে এক্সেপ্ট করিনি।ততদিনে গল্প পড়ে ভার্চুয়াল গে জগতের অনেক কিছুই শিখি।কৌতুহল এর বশে সেকেন্ড ইয়ারে একটা ব্ল্যাংক আইডি খুলি।ওই আইডি দিয়েই একবার পেজে গল্প পাঠাই।অনেক প্রশংসা পাই।একের পর এক রিকুয়েষ্ট পাই ওই আইডিতে।ততদিনে ৬ মাস হয়ে গেছে ওই জগতে,বেশিরভাগ কথাই ছিল রোল কি এইজ কত?এসব আমার মোটেও ভালো লাগত না।গল্প পড়ে যেই ভালো লাগা ছিল তা মিইয়ে যাচ্ছিল।একবার তো ৪০ বছরের এক বিবাহিত লোক ওই আইডিতে টাকার বিনিময়ে সেক্স অফার করে।রাগে গা জ্বলে যাচ্ছিল দেখে একটা স্ট্যাটাস দেই।সেখানেই তার পরিচয়।এড থাকলেও কখনো কথা হয়নি তার সাথে।তার আইডিতে গান-কবিতায় ভরপুর ছিল।সে আমাকে ইনবক্সে নক দিয়ে বোঝায় এসব ইগ্নোর করতে, কিভাবে এদের শায়েস্তা করতে হয়।এভাবেই কথা বলার শুরু।প্রতিদিন ই চ্যাট হত।একসময় ফোন নাম্বার আদান-প্রদান হয়।তখন রাত জেগে WhatsApp এ কথা হতো। ততদিনে আমার HSC দ্বারপ্রান্তে, সে আমাকে বলে আইডি অফ করে পড়তে।খারাপ লাগলেও তা করি।দীর্ঘ দুমাস আমাদের কথা হয়নি।ততদিনে দুজনের রিয়েল আইডিতে এড হয়ে গিয়েছিল।আইডি অফ থাকায় সে মোবাইলে টেক্সট করত খোঁজ খবর রাখার জন্য।কিন্তু কথা হতোনা।ততদিনে আমি তার প্রতি ফিল করতে শুরু করি।

কথা ছিল পরীক্ষার পর তার ক্যাম্পাসে দেখা হবে।সে পড়ত এক পাব্লিক ভার্সিটির ৪র্থ বর্ষে। কথামত দেখা হয়।একসাথে ফুলার রোদ ধরে অনেকক্ষণ হাঁটি।ইচ্ছে করেই হোঁচট খাচ্ছিলাম যাতে সে আমাকে ধরে।তিন মাসের অখণ্ড অবসরে তার ক্যাম্পাসে যাবার বাহানা খুঁজতাম,এডমিশনের ইংরেজি পড়ব বলে বারবার যেতাম।তাকে পড়ানোর জন্য জোরাজোরি করতাম,সে রাজি হতো না। আমিও নাছোড়বান্দা রাজি করিয়েই ছাড়ি।সপ্তায় দুদিন আমি তার ক্যাম্পাসে পড়্তে যেতাম আর একদিন সে বাসায় আসত পড়ানোর জন্য।তার নামে সমপ্রেমের এক কনফেশন পেজে কম্নফেশন লিখি।সে বুঝতে পারে তা আমার কাজ।আমি অস্বীকার করলেও সে আমাকে স্বীকার করিয়েই ছাড়ে।আমি তাকে ভালোবাসার কথা জানাই।সে আমাকে পছন্দ করলেও রিলেশনে আগ্রহী ছিলনা।বারবার বোঝাত এই জগতে ভালোবাসা হয়না,সব ই মোহ! আমি বুঝতে চাইতাম না এসব।ধীরে ধীরে সেও আমার প্রতি আকৃষ্ট হয়।

মা-বাবা তখন হজ্জে ছিলেন।বাসায় ফুপি ছিল দেখা-শোনার জন্য।সেদিন ছিল আমার জন্মদিন। সে আমাকে উইশ করেনি দেখে মন খারাপ ছিল।ফুপি বার্থডে সেলিব্রেট করার জন্য বাইরে যায় জিনিসপত্র কিনতে।ঘর খালি পেয়ে আমি কাঁদতে বসি, এরকম জন্মদিন কখনো হয়নি বলে।কলিং বেল বাজে,আমি কোনমতে চোখ মুছে দেখি ও বাইরে দাঁড়িয়ে হাতে কেক।হ্যাপি বার্থডে বলেই আমার ঠোটে চুমু খায়।এই প্রথম চুম্বন! তাও ভালোবাসার মানুষের থেকে।এরথেকে ভালো গিফট আর কি হতে পারে!এরপর আমরা কয়েকবার মিলিত হই।

এই ঘটনার পর আমি সিরিয়াস হই।যেভাবেই হোক তার বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে।লাকিলি পেয়েও যাই।

চান্স পেলেও তাকে ততটা খুশি লাগেনি যতটা আমি ভেবেছিলাম। এদিকে ক্লাস শুরু হওয়াতে আমিও ব্যস্ত হয়ে পড়ি,তাকে দেখলেই জড়িয়ে ধরতে চাইতাম সে তখন ইশারায় মানা করত।ভাবতাম সে হয়তো অস্বস্তিবোধ করে।আগে যত কথা হত সেরকম আর হত না।আমিও মাথায় দিইনি।ভাবতাম মাস্টার্সে ভর্তি হয়েছে তাই হয়ত ব্যস্ত।এদিকে ফেইক আইডি আর চালাতাম না।ভার্সিটিতে উঠে ওপেন করি আবার।নিজ ভার্সিটির কয়েকজনকে খুঁজে পাই।আমার মতই ফ্রেশার ছিল একজন।তার সাথে তুমুল বন্ধুত্ব হয়।এক পর্যায়ে আমার প্রেমিকের কথা বলি,ছবি দেখাই।ছবি দেখে সে আমাকে বলে আমি তাকে ঠিক কতটুকু চিনি,আমি তার পছন্দের খাবার,রং সব বলি।সে কিভাবে আমাকে সারপ্রাইজ দেয় তাও বলি।এসব শুনে নতুন বন্ধুটি বলে যে আমিই প্রথম নই এই কাজ সে (প্রেমিক) আগেও করেছে।আমি বিশ্বাস করিনি।সে বলে আমাকে একজনের সাথে দেখা করতে সে তৃতীয় বর্ষে পড়ত।কি মনে করে বন্ধুর সাথে আমি তৃতীয় ব্যক্তির কাছে যাই।বন্ধুটি তার কাছে আমাকে পরিচয় করায় অমুকের প্রেমিক হিসেবে।এই কথা শুনে ব্যক্তিটি হেসে ফেলে আর বলে ও তাহলে বদলায়নি,এই বলে সে আমাকে কিছু স্ক্রিনশট দেখায় আমার প্রেমিকের ফেইক আইডির সাথে তার চ্যাট, সেখানে বেশিরভাগই ছিল কবিতার লাইন।যার কিছু সে আমাকেও পাঠিয়েছিল।এভাবে আরো কয়েকজনের স্ক্রিনশট ও দেখায়।বিশ্বাস হচ্ছিল না এসব দেখে।একপর্যায়ে ওই ব্যক্তিটি বলে গত ইদে আমি বাড়িতে ছিলাম,একটা বইয়ের কথা তাকে (প্রেমিক) বলায় সে পরদিন ই তা নিয়ে আমার বাসায় আসে।এই ঘটনা শোনার পর আমি ভেঙে পরি।প্রেমিককে কনফ্রোন্ট করি,শুরুতে না করলেও একসময় বলে ও আমার এক্স ছিল।আমি বললাম তবে যে তুমি বললে কখনো ভালোবাসোনি কাউকে।সে বলে এসব মোহ ছিল।বাকি স্ক্রিনশট গুলো দেখাই তখন সে বলে আমার বন্ধুটি চক্রান্ত করছে সম্পর্ক ভাঙার জন্য।আমি অনেক চিল্লাচিল্লি করি।যা আমার তা শুধুই আমার,অন্যকেউ তার কাছে যাবে তা আমার সহ্য হয়না।সে বলে ব্রেক নিতে কদিন।ব্রেক নিই,এই সময়টাতে তার বাকি এক্স এর সাথে যোগাযোগ করি।তার প্রতি আমার যা বিশ্বাস ছিল তা খান খান করে ভেঙে যাচ্ছিল।এতসবের পর আমি সম্পর্ক ছিন্ন করি।তার মধ্যে অনুশোচনার লেশটুকুও ছিলনা।একটি কথাই বলেছিল এসব করে আমি ভালো থাকলে তাই সই।

এই ঘটনার পর আমি কাউকে বিশ্বাস কর‍তে পারিনা।এরপর অনেক অফার পাই প্রেমের জড়াইনি আর,ভয় হয়।লোকে বলে সমপ্রেম কিভাবে হয়?প্রেম তো প্রেম, ভালোবাসার কি জেন্ডার আছে?স্ট্রেইটদের প্রেমে যেমন বিশ্বাস-ধোঁকা আছে,আমার বেলায় ও তো তাই হয়েছে।একজন মেয়ে এই কথাগুলো লিখলে স্বাভাবিক আর ছেলে লিখলেই অস্বাভাবিক?

পেজেও অনেকে কমেন্ট করে নক দিন,বন্ধু হতে চাই।এরাও তো আমার প্রেমিকের মতই,।বলছিনা সবাই এক কিন্তু বেশিরভাগই এমন। তাই এদের থেকে সাবধান হোন।

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.