
প্রিয়,
আজ অজানা হয়ে লিখতে বসি তোমাকে। চলে গিয়েছো ঘৃণা করে, তবু দোষ নেই তোমার কোনো। ঘৃণার প্রাপ্য আমি। ভুল ছিলো সবই, সেসব ভুলগুলো দূর করতে একটু বেশি সময়ই নিয়ে ফেলেছিলাম বোধহয়। কথা দিয়েছিলাম সব শেষ করেও জড়িয়ে ধরব একবার। শেষ বার হয়তো একটা চুমু খাবো তোমাকে। সেটার ও যোগ্য না জানি। অনেক বড়ো বেশি ভুল করেছি, বার বার করেছি। একদিন এসে বুঝতে পেরেছি সেগুলো। সেইদিন বুঝেছি যে খুব বেশি একা হয়ে গিয়েছি চাইলেও তোমাকে ফিরে পাওয়া হয়তো অসম্ভব কিছু হবে এবং সেটা সত্যি কারেই অসম্ভব হয়ে গেল । এইযে প্রতিটা দিন যে বিগত হচ্ছে সব সময় গুলোই সাক্ষী হয়ে থাকছে যে আমি আমার শাস্তি ভোগ করছি। হয়তো খুশি হবে তুমি কারণ তুমিও একটা সময় শাস্তি ভোগ করেছিলে কিন্তু কোনো ভুলের কারণে নয় তোমার ভালোবাসার মানুষের কাজের কারণে। চেয়েও যেতে পারোনি দূরে। তখন হয়তো আমি বাচ্চা ভেবে থেকে গিয়েছিলে। তবুও কষ্ট দিয়েই যাচ্ছিলাম। এজন্যই একদিন সত্যি সত্যি চলে গেলে। বুঝতে সময় লাগছিল কিন্তু কিছু সময় পর তোমাকে আর কোথাও পেলাম না। সেই তোমার নিশ্বাস না শুনতে পেয়ে ঘুমও ফাঁকি দিয়ে দিল। রাতের পর রাত জেগে তোমার নিশ্বাস শোনার অপেক্ষায় ফোনের দিক তাকিয়ে থাকি। একদিন বলেছিলে আমি নাকি বহুগামী, হতে পারে ছিলাম বহুগামী। কিন্তু এখন আর এসব নই শুধরে গিয়েছি হয়তো তোমার দেওয়া এই বড় ধাক্কায়। তুমি জানোই আমি এমন মেয়ে নই যে সব অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা প্রকাশ করতে পারি। এসব আমার পক্ষে কোনোদিন সম্ভব হয়ও নি তাই এমন জগাখিচুড়ি কথাবার্তা বুঝে নিও। তুমি যখন ছিলে পাশে এই জিনিসটা নিয়ে খুব রাগ করতে যে কেনো ভালোবাসি বলতে পারি না বোঝাতে পারি না। জানি না কেনো চুপ করে থাকতাম। কী বলবো সেটাই বুঝিয়ে উঠতে পারতাম না। দোষ আমার ছিল আমি তোমার যোগ্য ছিলাম না শুরু থেকেই। আমিই ছিলাম খারাপ যে এতো সুন্দর করে আমাদের সাজানো ভালোবাসা নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছি। সব ভুল বুঝেছি, সেসব ভুল যতোটা পারি শুধরিয়েছি। পারলে মাফ করে দিও প্রিয়। বড্ড বেশি ভুল করে ফেলেছি জানি ফিরে পাব না তোমায়। তবুও ভালোবাসি বলতে চাই তোমাকে সেই জায়গাকে সাক্ষী রেখে যে জায়গাতে পেয়েছিলাম তোমাকে একটি বছর আগে। আসছে জুনে আমাদের ভালোবাসার একটি বছর পুরোন হতো, ভেবেছিলাম ১৩ তারিখ এর দিনটিতে নতুন এক আমিকে প্রস্তুত করব তোমার সামনে। সুযোগ আর হলোই না। ভাগ্য নেই সাথে আর একেই হয়তো KARMA বলে এবং সেই কর্মফল পাচ্ছি। ভালোবাসি তোমাকে এখনোও খুব বেশি । আমার এই অগনিত ভোর দেখার দিব্যি দিয়ে বলছি ভালোবেসে যাবো শেষ পর্যন্ত। মাফ করে দিও বাবুদের বড় আম্মু। ভালো থেকো, যদি নতুন ভালোবাসা কোনোদিন পাও দোয়া রইল সেটার। বন্ধু-বান্ধবিদের সাথে খুশি থাকো। বলবো না ফিরে আসো শুধু চাই কোনোদিন মাফ করে দাও সব জঘন্য ভুলের জন্য যেটার হয়তো যোগ্য না তবুও মাফ চেয়ে নিচ্ছি। হয়তো লেখাটি কোনোদিন পড়বে আশা করি। ওইদিন নাহয় যদি মাফ করো একটা ফোন দিও বুঝবো মাফ করেছো। সুযোগ চাব না কারণ সেটার যোগ্য নই আমি। ততদিন নাহয় এই সুন্দর সূ্র্য ডোবা ও উঠা দেখে কাটিয়ে দেই। একা থাকতে শিখে যাচ্ছি যেন তুমি না ফিরলেও কষ্ট না পাই। তবুও ফোনের অপেক্ষায় রইলাম। ভালোবাসি, ভালোবাসব বাবুদের বড় আম্মুকে। ভালো থেকো আর খুশি থেকো যেভাবে আছো এখন আর হেসো খুব, অনেকেই তোমার এই হাসি পছন্দ করে। আমিও যে করতাম এটা ভেবে আবার বন্ধ করে দিও না কিন্তু হাসি। হাসতে থেকো।বড্ড বেশি মনে পড়ে। তোমার হাতের রান্না খাওয়া অপূ্র্ণ রয়ে গেল। রয়ে গেলো অপূ্র্ণ আমাদের হাজার হাজার গল্প যা পূর্ণ করার কথা ছিলো। ভুলবো না আমার সেই ছোট্টো ভালোবাসাটিকেও। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য এবং এই ভালোবাসা গুলো দেওয়ার জন্য। কৃতজ্ঞ রইলাম তোমার কাছে। ভালোবাসি।️
(১৯/০৫/২০১৯)
Source: BAH( Bangladesh Against Homophobia)