ভিতরের সত্ত্বা

হাই অল, অনেকদিন ধরেই সবার লেখা পড়ে যাচ্ছিলাম।  নিজেরটা লেখব লেখব করে আর লেখা হচ্ছিলনা।  যাইহোক,  আমি একজন ২৪ বছর বয়সী ছেলে। ছেলে বলে পরিচয় দিলাম যদিও নিজের আইডেন্টিটি নিয়ে এখনো কনফিউজড এবং দিনে দিনে এই কনফিউশন বারতেসেই। 

প্রথমত, আমি ১১ বছর বয়স থেকে ক্রসড্রেসিং বা মেয়েদের ড্রেস পরা শুরু করি।  এটা শুরু হয়েছিল হিন্দি মুভিতে এক্ট্রেসদের ড্রেস আপ দেখে, নিজেকেও ওদের মত কল্পনা করতাম এবং ড্রেসিং শুরু হল। ধীরে  ধীরে ড্রেসিং করা আমার নেশা হয়ে গেল এবং গত ১৩ বছর ধরে সময় সুযোগ পেলে নিয়মিতই লুকিয়ে মেয়ে সেজে আসতেসি। কয়েকবার ধরা পরেছি ফ্যামিলি মেম্বারদের কাছে,  তারা খুবই পোলাইটলি এগুলা আর না করতে বলসে। আমিও আমার মত আমি করে গেসি৷  চেষ্টা করি পূর্ণ নারীত্বের স্বাদ  নিতে, সবকিছুই মেয়েদের মত করার ট্রাই করে।মেয়েদের ব্যাবহার করার মত সব ধরনের  জিনিসই ট্রাই করেছি সো ফার।  মাঝে মাঝে বেশি ব্রেক পরে গেলে খুবই ডেস্পারেট ট হয়ে পরি। ইভেন,  মেয়ে সেজে বাইরে লোকালিটি তে গিয়ে অনাকাঙ্খিত ঘটনারও স্বীকার হওয়া লাগছে। একসময় ভাবনা শুরু হল আমি ট্রান্সজেন্ডার কিনা। আসলে এতটাই নারীত্বের স্বাদ পেতে ইচ্ছা করত যে ট্রান্সজেন্ডার কমিউনিটি তে জয়েন করে তাদের সাথেই থেকে যেতে ইচ্ছা করত। ফ্যামিলি আর সমাজের কথা ভেবে আর হয়ে উঠেনি। অপারেশন করে সেক্স চেইঞ্জ এর ইচ্ছা থাকলেও সেইম কারনেই করা হয়ে উঠবে না। প্রসংগত আমি দেখতে যথেষ্টই ম্যানলি সো বাইরে থেকে দেখে কেউ বলতে পারবেনা আমার ব্যাপারে এসব।  

সেকেন্ডলি, আমি জীবনসংগী কেমন হবে এটা নিয়েও কিনফিউশন ছিল সবসময়েই। মেয়েদের প্রতি আমার আকর্ষন কাজ করত প্রথম থেকেই কিন্তু এক্টা সময় এসে ড্রেসিং করে মেয়ে সাজলে পুরুষ সংগ কামনা করতাম। তখন বুঝতে পারলাম আমি বাইসেক্সুয়াল। আবার এক্টা সময় দেখলাম আমার পুরুষের প্রতি কোন আকর্ষণই কাজ করতেসে না। ভেবে নিলাম তাহলে আমি বাই – কিউরিয়াস।  কিউরিসিটি থেকেই হয়ত পুরুষের কথা ভাবতাম। পরে আরো খেয়াল করলাম মেয়েদের প্রতি আমার আকর্ষন কাজ করলেও আমি তাদের সাথে সেক্স করতে খুব এক্টা আগ্রহী নই। তখন ভাবলাম তাহলে হয়ত এসেক্সুয়াল। যদিও পরে আবার দেখলাম আমাকে সবচেয়ে বেশি এরোজ করে মেয়েদের সাথে আমি নিজে মেয়ে হয়ে সেক্সুয়াল এক্টিভিটি তে ইনভলভ হওয়াতে। বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরতেসে আমি তাহলে ট্রান্স লেসবিয়ান ই হয়ত৷ লাইফের এত বড় একটা সময় নিজেকে জানতেই,  নিজের ভিতর আরেক সত্তাকে নিয়েই কেটে গেল। 

যদি আমি ট্রান্স লেসবিয়ান হই এবং এটার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাহলে লাইফে ইন ফিউচার কি হবে ভাবতেই পারতেসিনা৷ ফ্যামিলির কথা ভেবে নিজের সেক্স চেইঞ্জ করা পসিবল না সেক্ষেত্রে ক্রসড্রেসিং ই হবে একমাত্র ভরসা। ফিউচার ওয়াইফ মেনে নিবে কিনা সেটা নিয়ে সবচেয়ে বড় ভয় কাজ করে। মেনে নিলে তো আমি হব ধরনীর সবচেয়ে সুখী মানুষ আর না মানলে আল্লাহ ভরসা৷ উইশ মি লাক গুড পিপল 🙂 

অনেক কথাই বলা হয়ে উঠেনি,  আরো গুছিয়ে লেখা যেত হয়ত। সবসময় নিজের ভিতরেই ছিল এসব কথা।পুরোটা পরার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।

Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.