ভুলে যাওয়া কথা

নিজের নতুন সত্তাকে যখন আবিষ্কার করি তখন আমি নিতান্তই কিশোরী। বুঝতে শিখি আমি বাকিদের মত নই। বাকিরা যখন ক্লাসের স্যারের দিকে তাকিয়ে থাকে আমি তখন নীল শাড়ি পরা নতুন ম্যামের কথাই ভাবি, এমন কতদিন যে গেছে ম্যাম পড়া ধরেছে আর আমি হাঁ হয়ে তাকিয়ে ছিলাম। ম্যামের যখন বদলি হয়,খুব কেঁদেছিলাম।যাবার আগে ম্যামকে জড়িয়ে ধরে ছিলাম অনেকক্ষন। মাথায় তার হাতের স্পর্শ আজো অনুভব করি।

এরপর কেটে যায় অনেক বছর।এক ছেলের সাথে প্রেম করি।কিন্তু সেও ড্রাগস দিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। অনেক ঝামেলা হয়। এরপর থেকে আমি চুপচাপ হয়ে যাই।

তখন একটা আইডি খুলি, সেখানে ছদ্মনামে লিখতাম। অনেকের সাথে পরিচয় সেখানে।এরকম এক আড্ডায় ওর সাথে দেখা। কার্লি চুল, চোখে চশমা, ঢোলা শার্ট পরা। অন্যরকম লাগছিল দেখতে। এক আপুর মাধ্যমে পরিচয় হয়। ও ছিল গ্রাফিক্স ডিজাইনার, আমিও তখন এক্টু আধটু ইলাস্ট্রেশানের কাজ করতাম। তাই কিছু পরামর্শের জন্য নক দিতাম। সেও সানন্দে হেল্প করত। তার পরামর্শে একটা কম্পিটিশনে পার্ট নিই।সেখানে প্রাইজ পাই।সে বলেছিল ট্রিট দিতে। সেখানেই ও আমার হাত ধরে। প্রপোজ করে। প্রথম চুমুও খাই সেদিন। আমার মনে হচ্ছিল আমার বিষাদ হারিয়ে যাবে এবার। গেছিলোও তাই।দিনগুলোও ভালোই যাচ্ছিল।

ও ওর কাজে ব্যস্ত,আমি আমার পড়াশোনা আর পেজ সামলানোতে। নিয়ম করে সপ্তায় দুদিন দেখা হত। আর তার জন্য সপ্তাভরে অপেক্ষা করতাম।

ও ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। খুশি হলেও খারাপ লাগছিল, ওকে ছাড়তে মন চাইছিল না।

ওর যেদিন ফ্লাইট সেদিন অঝোরে কেঁদেছিলাম, ঠিক যেমনটি কেঁদেছিলাম ম্যামের বিদায়ে।ইন্ডিয়ায় যাবার পর যোগাযোগ কমে গেল। আমরা রাতে কথা-ভিডিও চ্যাট করতাম।অপেক্ষা করতাম কবে ওর দেখা পাব। লক্ষ্য করলাম যে ওকে আর রাতে সেভাবে পাওয়া যাচ্ছিল না।জিজ্ঞেস করলে বলত কাজের প্রেশার। এভাবে টানা একসপ্তাহ যোগাযোগ না হওয়ায় বাধ্য হয়ে একরাতে ফোন দিই, চারদিকে গানের আওয়াজ শোনা যাচ্ছিল না ঠিকমত, তাও ওর গলা শুনে বুঝি ও মদ্যপ অবস্থায় ছিল,আর কিসব আবোলতাবোল বকছিল।আমি ফোন রেখে দিই।

পরদিন দুপুরে সেই ফোন দেয়, বলে এক বার্থডে পার্টিতে জোর করায় ড্রিংক্স করে। এরপর কদিন ঠিক গেলেও আবার ওকে পাওয়া যাচ্ছিল না রাতে। ওর Instagram account এ নিয়মিত এক মেয়ের সাথে ছবি দেখতাম, আমায় বলেছিল ওর রুমমেট।খটকা লাগলেও উড়িয়ে দিই।

একরাতে ওর ফোন ওর রুমমেট ধরে, ওর কথা জিজ্ঞেস করলে বলে নাকি বাইরে গেছে। অথচ ও বলেছিল ওর রুমমেট ই নাকি ট্যুরে গেছে। এই মিথ্যা আমার কাছে ভালো ঠেকেনি। আস্তে আস্তে সে কল করা কমিয়ে দিল।টেক্সট দিলেও রিপ্লাই দিত না।

আন্দাজ করতে পেরে আমি ওকে জিজ্ঞেস করি ও কি “লতা” (রুমমেট, ছদ্মনাম ) এর সাথে রিলেশন এ আছে কিনা।স্বীকার করে ও। আর আমাকে বলে মুভ অন করতে। দুইবছর এর প্রেম একটা ফোন কলেই ভেঙে গেল…

সেই থেকে ওর সাথে যোগাযোগ নেই। হঠাৎ একটা “আর্ট গ্রুপে” স্ক্রল করতে গিয়ে দেখি কে যেন ওর কাজ শেয়ার করেছে।এতদিনের স্মৃতি যা প্রায় ভুলতে বসেছিলাম তা আবার নাড়া দিল, তাই মন হাল্কা করার জন্য এখানে লিখলাম।

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.