মনের বিরুদ্ধে বাঁচা

আমার পরিচয় লুকিয়ে রেখে শুধু নিজের ভেতরের কিছু অনুভূতি কথা শেয়ার করতে এই প্লাটফর্ম এর চাইতে আর কোনো ভালো প্লাটফর্ম নেই আমার কাছে…না চাইতেও আনমনে নিজের বিপরীতে একটা মেয়ে কে জীবনসঙ্গী হিসেবে চাওয়া টা যে মাঝে মাঝে নিজের কাছেও বিরক্তিকর লাগে এই ভেবে যে কেনো আমি এমন সেটা যদি এই সমাজ জানতো।

ছোটো বেলায় আম্মু আমাকে ছেলেদের মতো পোশাক পড়াতেন নিজের কোনো ছেলে সন্তান নাই বলে। খেলা ধুলা, চলাফেরা, খেলার সাথী সব ছিলো ছেলেদের মতো। যত বড় হতে লাগলাম তত যেনো আমি আমার আসল সত্তাটা কে সবার থেকে লুকানো শুরু করলাম।

আচ্ছা আম্মুকি জানে আম্মুর মেয়ে সেই ছোট বেলার ছেলেটার মত আজও ছেলেদের মত ভাবে? আমি যে আমাকে ছেলে হিসেবে গ্রহণ করে ফেলেছি সেই তখন থেকেই! নাহ কেউই কিচ্ছু জানেনা।আমি ছাড়া এই পৃথিবীর কেউ জানে না আমার সত্য টা। জানবেই বা কি করে? আমি তো কখনো বুঝতেই দেই নি,নিজেকে অন্য দশটা মেয়ের মতো করে প্রকাশ করেছি। আমাকে দেখলে কেউ ভুলেও ভাববে না আমি এমন।

মাঝে মাঝে খুব কান্না পায় যখন ভাবি আমি এমন কেন? কেন আমি অন্য মেয়েদের মত কোনো ছেলেকে ভালোবাসতে পারি না। কেন আমি আমার সবটা দিয়ে কোনো মেয়েকে পেতে চাই! তবু জীবন চলে জীবনের নিয়মে। পরিবারকে ও নিরাশ করতে খুব কষ্ট হয়,ভয় হয় পরিবারের কাছে নিজেকে প্রকাশ করতে, কারন আমি জানি তারা কখনও আমাকে মেনে নিবে না! কখনো কি আমি আমার আসল সত্তা নিয়ে বেচে থাকতে পারবো? মনের বিরুদ্ধে কত দিন বেচে থাকতে পারব?

একা চলা কি এতো সহজ??? দিন শেষে কে তোর পাশে থাকবে? এইভাবেই কি আমি আমার বাকি জীবন টা মিথ্যা সত্তা নিয়ে বাচবো?

Source: Bangladesh Against Homophobia (BAH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.