
ছোট থেকেই আমার টান মেয়েদের প্রতি,ছেলেদের ধরে ধরে মারতে ইচ্ছে করত।
হাই স্কুলে ওঠার পর দেখতাম বেশির ভাগ মেয়েরাই প্রেম করে।তখন আমার মেয়েদের শরীরের প্রতি একটা টান ছিলো।ভাবতাম এগুলো স্বাভাবিক।আর সবাই যখন ছেলেদের সাথে প্রেম করত সেটাও মনে হত স্বাভাবিক।ভাবতাম এটাই নিয়ম।৭ এ থাকতে বান্ধবীরা বলল একটা ছেলে আমাকে পছন্দ করে আর আমার নাকি তার সাথে প্রেম করতেই হবে।আমি না করিনি,রাজি হয়ে যাই।তবে ভালো লাগত না,মাঝে মাঝে মাঝে রাগ ও হত।১১ দিনের মাথায় তাকে জানিয়ে দেই আমার এমন রিলেশন রাখা সম্ভব না।এর পর ক্লাস ৯ এ উঠে আমার বেস্ট ফ্রেন্ড এর প্রতি একটা টান আসে।ওর হাসি,ওর কথা সবই আমাকে টানত ওর দিকে।ও যখন জড়িয়ে ধরত অন্য রকম এক অনুভূতি,ভালো লাগা আমায় গ্রাস করত।আমার মা কে এ কথা জানাই।তখন মা আমায় “সমকামিতা মহা পাপ” এর মত কয়েকটা হাদিস শুনায়।তখন বুঝি যে এ পথে এগোনো যাবে না।এর পর যখনই ছেলেরা প্রস্তাব দিব প্রেমের আমি রাজি হয়ে যেতাম,ভাবতাম হয়ত অন্যদের মত আমিও ছেলেদের ভালোবাসতে পারব,কিন্তু পারলাম না।১৫-২০ দিন সর্বচ্চ।এর পর এত রাগ উঠত,মন চাইত মেরেই ফেলি!
তারপর সব ছেড়ে দেই।
কিনন্তু মেয়েদের প্রতি টান আমার কমেনা।তাই আমি ঠিক করেছি,যা ই হয়ে যাক,আমার যাকে ভালো লাগে,যার প্রতি আমার অনুভূতি আসবে তাকেই ভালোবাসব।পুরুষদের থেকে নিজেকে সরিয়ে রাখব যতটা পারি।যখন সবাইকে জানিয়ে দিলাম যে আমার মেয়েদের ভালো লাগে,অমনি সমাজ আমায় গ্রাস করল।আর অনেকেই একটা কথা বলত “লেসবিয়ান গিরি করিস!মা*”
খুব কষ্ট হত।মনে হত আমার কি দোষ?আমি তো এমনই!
তবে এখন মেয়েদের শরীরের থেকে মেয়েদের মন,চেহারার প্রতি বেশি টান অনুভব করি।অনেকেই বলে “লেসবিয়ান সেক্স কর?”
আজব তো! লেসবিয়ান হলেই সেক্স করতে হবে? তোমরা যারা স্বাভাবিক, তাদের কাছে কি সেক্স ই সব কিছু?