মন যা চায়

Class two তে প্রথম প্রেমে পড়ি আমি ক্লাসটিচার ম্যামের।বলতে গেলে উনিই আমার প্রথম প্রেম ছিলেন।এরপরে ক্লাস ফোরে অতি সুদর্শন অল্প বয়সী একজন মেল টিচারের প্রেমে পড়ি।মাধ্যমিকে গার্লস স্কুলে পড়ি। ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন এক সহপাঠীর(মেয়ে)  প্রেমে হাবুডুবু খেয়েছিলাম কিন্তু তাকে বলা হয় নি কিছুই। জাস্ট ফ্রেন্ডস ছিলাম। ৮ম শ্রেণিতে পড়াকালীন আমাদের স্কুল একজন নতুন পুরুষ শিক্ষক আসেন।তিনি ছিলেন অতি সুদর্শন।

ছোটবেলা থেকে আমি প্রচন্ড মেধাবী & ব্রাইট স্টুডেন্ট হিসেবে সকল শিক্ষকের ফেভারিট স্টুডেন্ট ছিলাম।যথারীতি তারও হলাম।আমার রোল ছিল ছয়।উনি শুধু একবার বলেছিলেন এত্ত দূরে কেন! হাফ ইয়ারলি এক্সামে এক ঝটকায় ১ম স্থান অধিকার করি।যথারীতি উনার প্রেমে গোটাস্কুলসহ আমিও পাগল রইলাম!!কিন্তু ৮ মাস পরে তার ট্রান্সপার হয়ে যায়।

ক্রোয়েড কলেজে এডমিট হলাম।ছেলেদের দেখতে খুব ভাল লাগতো।মেয়েদের তেমন না।কলেজ পড়াকালীন ফেবু ইউজ শুরু করলাম।তখন এসব গ্রুপ বা পেজ সম্পর্কে কিছুই জানতাম না।তবে লেসবিয়ান  term সম্পর্কে জানতাম এবং নেটের মাধ্যমে স্টাডি করেছিলাম।কলেজে পড়াকালীন কোন সহপাঠী ফিমেলকে ভাল লাগে নি, Male ও নাহ!হাইস্কুল থেকে এখন অব্ধি প্রচুর proposal পেয়েছি +পাচ্ছি চেহারা অতি সুন্দর হওয়াতে কিন্তু কখনো রিলেশনশিপে জড়ায় নি বর্তমান যুগের নোংরামি দেখে+ ফ্যামিলি লাইক করে না তাই!আমাদের ফ্যামিলিতে সবার arranged marriage হয় এবং আমাদের ও সেভাবে গড়ে তোলা হয়!!

HSC এক্সাম চলাকালীন ফেবুর মাধ্যমে একজন রিয়েল লেসবিয়ানের সাথে পরিচয় হয়,ফোনেও কথা হয়! ২ মাসের মত যোগাযোগ ছিল!কিন্তু এক পযার্য়ে সে আমাকে বিনা কারণে ব্লক করে দেয় সবকিছু থেকে “কোন ফিউচার” নেই বলে! প্রথম কোন মেয়ে যাকে আমার ভাল লাগছিল এবং তাকে আমি আমার ভাললাগার কথা বলতে পেরেছিলাম।সেটা  ছিল সে!!এবং শুরুটাও সেই করেছিলো। কিন্তু হুট করে তার এই যোগাযোগ বন্ধ করে দেওয়াতে মানসিকভাবে আমি খুব আহত হই।অনেক ছোট ছিলাম,ইমোশনাল ছিলাম!! সে খুবই আকষণীয় চরিত্রের ছিল কথাবার্তাতে!  যেমনঃ আমাকে দেখতে আসবে,একসাথে কাশ্মীর যাবে,বৃষ্টিতে ভিজবে এই টাইপের স্বপ্ন দেখিয়েছিলো।বয়সেও বড় ছিল।খুব ভাল স্টুডেন্ট ছিল,বই পড়ুয়া, সাহিত্যমনা,আর্টে পারদর্শী ছিলো।আমার সাথে ম্যাচ করতো।তীব্র মানসিক কষ্ট পেয়েছিলাম।

যাইহোক কোন রকমে সব সামলিয়ে দেশের অন্যতম সেরা একটা পাবলিক ভার্সিতে পছন্দের সাবজেক্টে এডমিট হলাম!ফাস্ট ইয়ারে পড়াকালীন এক গেস্ট টিচার ম্যামের প্রেমে পড়লাম।উত্থাল পাতাল প্রেম।১০-১২ কবিতাও লিখে ফেললাম তাকে নিয়ে।ভাল স্টুডেন্ট হওয়াতে তারও ফেভারিট ছিলাম।সবসময় নোট দেওয়া বা কোন কাজে আমাকেই দায়িত্ব দিতেন তিনি। চার-পাচবার উনার খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম।আর একবার হাতে স্পর্শ লেগেছিলো।সে সময়গুলো আমি ঘোরের মধ্যে থাকতাম।অদ্ভুত একটা অনুভূতি কাজ করতো।

আরেকটা কথা বলে নেই,ভার্সিটি উঠে কোন ক্লাসমেট, সিনিয়র মেল বা ফিমেল কাউকেও ভালো লাগে নি।শুধুমাত্র সেই ম্যামকে ছাড়া।  

মোটামুটি একটা জিনিস ক্লিয়ার তা হল আমি Sapiosexual.. এইজন্য ভার্সিটি উঠে কাউকে লাইক হয় না।ইভেন এখন আমার ছেলে মেয়ে কাউকেই পছন্দ হয় না যদিও না তার মধ্যে সেই জ্ঞান,প্রজ্ঞা,সাহিত্যচর্চা,জীবনদর্শন না থাকে! অতি সুন্দরী,ভাল স্টুডেন্ট, সাহসী,স্মার্ট,হেল্পফুল,মিশুক হওয়াতে শুধু ছেলেরা না গোটা ডিপার্ট্মেন্টের সিনিয়র জুনিয়র মেয়েরাও আমাকে অতি পছন্দ করে।দু একজনের অন্যরকম attraction ও দেখেছি আমার প্রতি।কিন্তু তাদের (মেয়েদের) প্রতি আমি কোন আর্কষণ বোধ করি না।

আরেকটা বিষয় হল,আমি বিকিনি পড়া মেয়ে দেখে ছোটবেলা থেকে এখন অব্ধি কখনো যৌনতা ফীল করি নি।যা আজীবন করেছি সিক্স প্যাকওয়ালা আন্ডারওয়ার পড়া ছেলেকে দেখে।ক্রিস্টিয়ানো রোলান্ডোকে খেলার জন্যে না তার বডির জন্যে আমি লাইক করি।ছেলেদের ব্যাপারে যৌনতা নিয়ে আমার কোন প্রবলেম নাই।কিন্তু মানসিকভাবে একজন নারীকে বরাবরই চেয়ে এসেছি আমি।তবে তাকে আবার হতে হবে রুচিশীল, ধৈর্যশীল,বুদ্ধিমতী,বলিষ্ঠ,সাহিত্যমনা,কবি,সৃষ্টিশীল!!

এখন আমার প্রশ্ন হল,আমি Sapiosexual ঠিক আছে।কিন্তু আমি কি bisexual নাকি লেসবিয়ান?

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.