
প্রচন্ড কষ্টে, আমি অনুভূতিহীন হয়ে যাই বারবার। কান্না করতে চাইলেও পারিনা।
এ
ই সমাজে ভালোবাসাগুলো শুরু হয় সুন্দর সুন্দর কোন গল্পে কিন্তু শেষ টা হয় ওই একইভাবে।
আমি তোমার মাথার উপর ছায়া হয়ে থাকার চেষ্টা করেছি মাত্র কিন্তু তুমি ত………. থাক অপ্রাপ্তি গুলো আমার মাঝেই রেখে দেই।
তোমার কাজিন ঠিক ই বলে তুমি সুন্দর এবং আরো ভাল মেয়ে ডিজার্ভ করো। আমার মত আন্টি মার্কা ফেইস মেয়ের সাথে তোমার যায়না।
তোমাকে নিয়ে লাদাখ, সিকিম ঘুড়তে যেতে চেয়েছিলাম ভেবেছিলাম সারাজীবন তুমি আর আমি এই দুনিয়া ঘুড়ে বেড়াব কিন্তু নাহ আমার এই স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাবে সারাজীবন। দুনিয়া তে ভালোবাসার মত অন্যায় এই দুনিয়া তে নাই।
সবাই বলে কেউ আমাকে ভালোবাসুক, কেউ দেখে রাখুক,ইত্যাদি
কিন্তু কেউ বলল না আমি তাকে ভালোবাসতে চাই, তাকে সারাজীবন আগলে রাখতে চাই।
আমি সত্যি তোমাকে আগলে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু…….. ।
Source: BAH( Bangladesh Against Homophobia)